নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে ২০ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডের গড়া ১৮০ রানের জবাবে শ্রীলংকা থামে ১৬০ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে নেদারল্যান্ড। জবাবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৬০ রানে থামে শ্রীলংকার ইনিংস। ২৩ রানের জয় তুলে নেয় নেদারল্যান্ড।
বিশ্বকাপের ডি গ্রæপে শ্রীলংকা, নেদ্যারল্যান্ডস, আফ্রিকা, বাংলাদেশ ও নেপাল একে অপরের মুখোমুখি হবে। শ্রীলংকাকে হারানোর পর বিশ্বকাপে বাংলাদেশ, আফ্রিকা ও শ্রীলংকার জন্য নেদারল্যান্ডস হুমকি হয়ে থাকবে, তারই ইঙ্গিত মিলেছে।
বিশ্বকাপের ২য় রাউন্ডে (সুপার এইট) খেলতে হলে নেপাল ও নেদারল্যান্ডসকে হারানোর পাশাপাশি শ্রীলংকা ও আফ্রিকার মধ্য থেকে কোন এক দলকে হারাতে হবে বাংলাদেশকে। প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে চমক দেখানো নেদারল্যান্ড মাথা ব্যথার কারন হবে বড় দলগুলোর, তা অনায়াসেই বলা যায়।