নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শ্রীলংকার গড়া ১২৪ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ২ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা।
ডালাসে জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। মুস্তাফিজ, তাসকিন ও রিশাদের বোলিং তোপে পড়ে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রানে শেষ হয় শ্রীলংকার ইনিংস। ২৮ বলে ৪৭ রান করেন নিশাকা। রিশাদ ও মুস্তাফিজ ৩টি করে উইকেট শিকার করেন। তাসকিন ২ ও তানজিম ১ উইকেট শিকার করেন।
১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমেও শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৮ রানে ৩ উইকেট হারানোর পর লিটন ও তাওহীদ জুটি বেধে দলকে এগিয়ে নেন। হাসারাঙ্গাকে টানা ৩ বলে ৩ ছয় হাকিয়ে তাওহীদ ২০ বলে ৪০ রান করে ফেরার পর লিটন ৩৮ বলে ৩৬ রান করে ফেরেন। সাকিবও দলকে বিপদে রেখে ১৪ বলে ৮ রান করে ফেরেন। ১০৯ রানে ৬ উইকেট পতনের পর রিশাদ ও তাসকিন দ্রুত ফিরলে পরাজয়ের শংকায় পড়া বাংলাদেশকে উদ্ধার করেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ ১৩ বলে ১৬ ও তানজিম ৪ বলে ১ রান করলে ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে ২ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।
২২ রানের বিনিময়ে গুরুত্বপূর্ণ ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন রিশাদ হোসাইন।
এটি বাংলাদেশের প্রথম ম্যাচে প্রথম জয়। অপরদিকে শ্রীলংকার টানা ২য় পরাজয়।