শেহজাদের ৬ উইকেট শিকার!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো আজ বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট শিকার করলেন পাকিস্তানী তরুণ পেসার খুররাম শেহজাদ। টেস্ট ক্যারিয়ারের মাত্র ৩ ম্যাচেই প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করেছেন তিনি। খুররামের বোলিং তান্ডবের ফলেই মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত লিটনের ১৩৮ ও মিরাজের ৭৮ রানের সুবাদে ২৬২ রানের সংগ্রহ পায় টাইগাররা

রাওয়ালাপিন্ডিতে সিরিজের ২য় টেস্টের ১ম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর গতকাল ২য় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সিয়াম আইয়ুবের ৫৮, শান মাসুদের ৫৭, আগা সালমানের ৫৪ ও বাবর আজমের ৩১ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ২৭৪ রান করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে দূর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেন মেহেদী মিরাজ। এটি পাকিস্তানের মাটিতে বাংলাদেশী বোলারদের মধ্যে ২য় বোলার হিসেবে ৫ উইকেট শিকার করার রেকর্ড। এর আগে রফিক একাই ২ বার ৫ উইকেট শিকার করেছিলেন ২০০৩ সালে। মিরাজের ৫ উইকেটের পাশাপাশি তাসকিন ৩ উইকেট শিকার করেন।

পাকিস্তানকে ২৭৪ রানে থামিয়ে দিয়ে গতকাল ২ ওভারে ১০ রান সংগ্রহ করে দিন শেষ করার পর আজ ৩য় দিনে ব্যাট করতে নেমে খুররাম শেহজাদের বোলিং তোপে পড়ে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ৭ম উইকেটে মিরাজ ও লিটন জুটি বেঁধে দলকে এগিয়ে নেন। মিরাজ ৭৮ রান করে ফিরলেও লিটন ১৩৮ রানের ইনিংস খেলেন। ২৬২ রানে থামে বাংলাদেশের ইনিংস। খুররাম শেহজাদ ৬ উইকেট শিকার করেন।

১২ রানে এগিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৯ রান সংগ্রহ পাকিস্তানের। হাসান মাহমুদের শিকারে পরিনত হয়ে ৩ রান করে ফেরেন আব্দুল্লাহ শফিক এবং খুররাম শেহজাদ শুণ্যে ফেরেন।

এই টেস্টের ১ম দিন বৃষ্টিতে ভেসে গেলেও দুই দলের সামনেই জয়ের সম্ভাবনা আছে। পাকিস্তানকে দ্রæত অলআউট করে দিতে পারলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। অপরদিকে পাকিস্তান বড় সংগ্রহ গড়লে বাংলাদেশের সামনে ড্র করার সুযোগ তৈরী হবে। শেষ পর্যন্ত পাকিস্তান তাদের চলমান ইনিংসে কত রান সংগ্রহ করতে পারে, তার উপরই ম্যাচের ফলাফল অপেক্ষা করছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »