নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচে পাকিস্তানের দেওয়া ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী দল। এক্ষেত্রে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আমাদের রোমানা। দুর্দান্ত খেলে ৫০ রান সংগ্রহ করেন। তারপরও ভাগ্যের পরিহাসে মাত্র ১৪ রানে হারতে হলো। এ যেন তীরে এসে তরী ডোবার মতো অবস্থা।
শুরুতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ। এরপর ব্যাট হাতে তেমন একটা উজ্জ্বল ছিলেন না কেউই। ১ম ওভারেই ৪ রানে সিদ্রা আমিন কে বোল্ড করে প্রতিপক্ষ দলকে চাপে ফেলে জাহানারা। এরপর ৩য় ওভারে জাহানারার টোপের ফাঁদে পড়েন জাবেরিয়া খান।
এরপর অধিনায়ক বিসমাহ মারুফ ও উমাইমা সোহাইল মিলে ৬০ রানের জুটি তৈরি করেন। এরপর বিসমাহ মারুফ লতা মন্ডলের বলে খেই হারিয়ে ফেলেন। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি উমাইমাও; রুমানার বলে পান্না ঘোষের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথে হাঁটেন।
আলিয়া করেন ৭ রান। ১৯ তম ওভারে ১ বলের ব্যবধানে ইরাম জাভেদ ও কায়নাত ইমতিয়াজকে বোল্ড করে ৪ উইকেট ঝুলিতে সংগ্রহ করেন জাহানারা। সিদ্রা নাওয়াজ শেষে ৫ বলে ৪ চারে ১৬ রানে অপরাজিত থাকেন। ফলে স্কোর ১২৬ রানে গিয়ে থামে।
জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১২ রানে গিয়ে আটকে যায় বাংলাদেশ নারী দল। ফলে পাকিস্তান ১৪রানে জয়ী হয়।
বাংলাদেশের ইনিংসের শুরুটাও তেমন একটা সুখকর হলোনা। প্রথম দিকেই আউট হন দুই ওপেনার শামিমা ও আয়েশা । সানজিদা ও ১৪রানে গুটিয়ে যান। নিগার সুলতানার ব্যাট ও আজ হারেনি । ৯ রান করে ফারজানা হক বিদায় নিলে জাহানারা এসে শূন্য রানে( ৩ বলে) বোল্ড হন।
এরপর শুরু হয় রুমানার ঝড়। ২৮ বলে ৫০ (৬ চার ও ২ ছক্কা) করেন রুমানা। টি-টোয়েন্টি ক্রিকেটে রুমানার প্রথম ফিফটি।
শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের মেয়েদের প্রয়োজন ছিলো ১৮ রান। কিন্তু কারো ব্যাট হারেনি আর। বাংলাদেশ দলের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১১২ রানে।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান নারী দলঃ ১২৬/৭ (২০ ওভার) সিদ্রা আমিন ৪, জাবেরিয়া ৫, বিসমাহ ৩৪, উমাইমা ৩৩, আলিয়া ৭, ইরাম ২১, ডায়ানা ২, সিদ্রা নাওয়াজ ১৬;
*জাহানারা ৪/১৭, রুমানা ১/১৪, পান্না ১/২৪, লতা ১/১৯
বাংলাদেশ নারী দলঃ ১১২/৭ (২০ ওভার) রুমানা ৫০, নিগার ১৭, সানজিদা ১৪, ফারজানা ৯, শামিমা ৪, আয়েশা ১, জাহানারা ০, সালমা ৪;
*আনাম আমিন ২/১৩, ডায়ানা ১/২২
ফলাফলঃ পাকিস্তান নারী ক্রিকেট দল ১৪ রানে জয়ী