নিউজ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির প্রথম চার ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল পাকিস্তানের। শেষ ম্যাচে ছিল হোয়াইটওয়াশের শঙ্কা। তবে স্বাগতিকদের বিপক্ষে ৪২ রানে জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো শাহিন আফ্রিদির দল। পাকিস্তানের দেয়া ১৩৫ রানের টার্গেটে মাত্র ৯২ রানেই অলআউট হয়েছে নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হাসিবুল্লাহ খানের উইকেট হারায় পাকিস্তান। তবে এরপরই দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। দুজন মিলে গড়েন ৫২ রানের জুটি। বাবর ২৪ বলে করেন ১৩ রান। সাবেক অধিনায়কের আউটের পর ফখর জামানের সাথে জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। দলের পক্ষে ৩৮ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। ফখর খেলেছেন ১৬ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস। তবে এরপর আর কেউই বড় রান করতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ১৩৪ রান। কিউইদের পক্ষে ২টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার, ইশ সোধি, লকি ফার্গুসন এবং ম্যাট হেনরি। ফলে শঙ্কা জাগে শেষ ম্যাচেও হয়তো বড় ব্যবধানেই হারতে হবে পাকিস্তানকে।
তবে সে আশঙ্কা সত্যি হয়নি। পাকিস্তানিদের বোলিং নৈপুণ্যে স্বাগতিকদের ১৭.২ ওভারে মাত্র ৯২ রানেই অলআউট করে দেয় পাকিস্তানি বোলাররা। দলের পক্ষে ইফতেখার আহমেদ নিয়েছেন ৩টি উইকেট। এছাড়াও শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজের ঝুলিতে গেছে ২টি করে উইকেট