শেষ ম্যাচেও হেরে ঘরের মাঠে ধবলধোলাই বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ সফরকারীদের কাছে টাইগাররা হেরেছে ২-০ ব্যবধানে।যার ফলে বিশ্বকাপ প্রস্তুতির তিক্ত অভিজ্ঞতা নিয়ে, বিশ্বকাপের মঞ্চে যাচ্ছে সাকিব বাহিনী।

শেষ ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা।

মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছিল দু’দল। শুরুতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার নয়া কাপ্তান নাজমুল হোসেন শান্ত। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে ১৭১ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৭৬ রান। এছাড়া, মাহমুদউল্লাহ (২১) ও মুশফিক-রিদয় উভয়ের ব্যাট থেকে আসে সমান (১৮) রানের ইনিংস।

কিউইদের হয়ে বল হাতে এডাম মিলনের শিকার সর্বোচ্চ ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে, উইল ইয়ং ও হেনরি নিকোলাসের জোড়া ফিফটিতে ৩৪.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। যার ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে স্বস্তি নিয়ে বিশ্বকাপের মঞ্চে যাচ্ছে কিউইরা।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। আজ (মঙ্গলবার) সিরিজের শেষ ম্যাচেও সফরকারীরা জয় পায় ৭ উইকেটের বিশাল ব্যবধানে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »