সাকিব শাওন »
জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় প্রতিটি ম্যাচই নিজেদের আধিপত্য বিস্তার করে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। টেস্ট আর ওয়ানডে সিরিজ জয়লাভ করে নেওয়ার পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটাও জিতে নিয়েছে লাল-সবুজরা। তবুও সতর্ক অবস্থানে থাকছে টাইগাররা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিলো জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সফলতা দেখাতে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে দল। হেরেছে সমান ৩ ম্যাচেই।
এরপর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ৪৮ রানে জিতে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সিরিজের শেষ ম্যাচে আগামীকাল (বুধবার) জিম্বাবুয়ের বিপক্ষে আবার মাঠে নামার আগে পূর্বের এমন হেসেখেলে জয়ের পরেও অতিরিক্ত আত্মবিশ্বাসে ভেসে যেতে নারাজ অলরাউন্ডার মেহেদী হাসান। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দ্রুত খেলার চিত্র বদলে যায় জানিয়ে বাংলাদেশ দলের এ ক্রিকেটার বলেন, আরও বেশি সতর্ক থেকেই মাঠে নামবে টাইগাররা।