https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে ম্যাচ ভেন্যু ব্রিস্টলে রাত থেকেই বৃষ্টি হতে থাকে। সেই বৃষ্টি শেষ পর্যন্ত আর কমে আসেনি। তাই দুই ম্যাচ আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড ক্যাটেলবোরু ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন।
এর আগে সাড়ে তিনটায় মাঠ পরিদর্শনের কথা থাকলেও বৃষ্টি বাড়তে থাকায় বিকাল চারটায় মাঠ পরিদর্শন করবেন আইসিসির ম্যাচ অফিশিয়ালরা। কিন্তু সেই সময়ও মাঠে ঝরতে থাকে অঝোর বৃষ্টি।
বৃষ্টিতেশেষ পর্যন্ত ম্যাচটি মাঠে না গড়াতে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হল বাংলাদেশকে।
এই ম্যাচ বাতিল হওয়ায় দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে। বাংলাদেশ দল নিজেদের চার ম্যাচে এক জয় দুই পরাজয় ও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে আছে। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের চার ম্যাচের মধ্যে একটিতে হার, একটিতে জয় এবং বাকি দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ৪ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের ৫ নম্বর অবস্থানে।