নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন জাতির টি-২০ সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছেন বিসিবি। আজ সকালে দেয়া স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন, তাই কপাল পুড়েছে বেশ কয়েক জনের। প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো, পরে পেসার আবু হায়দার রনিকে যুক্ত করে করা হয়েছিলো ১৪ সদস্যের স্কোয়া। তবে এবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচকরা । প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে এসেছে বেশ কিছু পরিবর্তন ও বটে কপাল পুড়েছে আগের স্কোয়াডের চারজনের। গত দুই ম্যাচে আস্থার প্রতিদান দিতে না পারায় সৌম্য সরকার ছিটকে গেছেন স্কোয়াড থেকে। মেহেদী হাসান ও আবু হায়দার রনি কোন ম্যাচ না খেলেই বাদ পড়েছেন স্কোয়াড থেকে। আর প্রথমবারের মত জাতীয় দলে ডাক পাওয়া মিশু বাদ পড়েছেন ইনজুরির কারণে।
এবারের ১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমক। জায়গা পেয়েছেন নাইম শেখ, আমিনুল বিপ্লব,নাজমুল হোসেন শান্ত। সেই সাথে দলের সাথে ফিরেছেন পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম।
ত্রিদেশীয় সিরিজে ঢাকায় অনুষ্ঠিত ৩ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান দুইয়ে। জিম্বাবুয়ের সাথে কষ্টার্জিত ভাবে জয় লাভ করলেও হেরেছে আফগানিস্তানের সাথে। প্রত্যেকটি দল নিজেদের মাঝে দুই বার করে মুখোমুখি হবে আর পয়েন্ট টেবিলের ১ ও ২ এ থাকা দুই দল ২৪ তারিখে ঢাকায় খেলবে ফাইনাল। বাংলাদেশকে ফাইনালে যেতে হলে আরও অন্তত একটি ম্যাচ জিততে হবে। তবে ধারাবাহিকতার জন্য দুই ম্যাচ জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান ( অধিনায়ক),মুশফিকুর রহিম ( উইকেটরক্ষক),মাহমুদুল্লাহ রিয়াদ,সাব্বির রহমান,মোসাদ্দেক হোসেন সৈকত,লিটন কুমার দাস,আফিফ হোসেন,তাইজুল ইসলাম,রুবেল হোসেন,শফিউল ইসলাম,মুস্তাফিজুর রহমান,মোহাম্মদ সাইফউদ্দিন,নাইম শেখ,আমিনুল বিপ্লব,নাজমুল হোসেন শান্ত।