নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে শেষ টেষ্টের জন্য একাদশ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। তাদের উদ্বোধনী ব্যাটসম্যান উইল পুকোভস্কিকে পাচ্ছেনা। ইঞ্জুরির কারণে তিনি ছিটকে গেছেন। কাঁধের ইনজুরিতে ছিটকে যাওয়া এই ব্যাটসম্যানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাঁরই ভিক্টোরিয়ান সতীর্থ মার্কাস হ্যারিস।
ম্যাচ পূর্ববর্তী ভিডিও সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন স্বাগতিক অধিনায়ক টিম পেইন। এ বিষয়ে তিনি বলেন, ‘আগামীকাল উইল পুকোভস্কি খেলবে না। সে সকালেও অনুশীলনে ফেরার চেষ্টা করেছিলো। কিন্তু সে পেরে ওঠেনি। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে মেডিকেল টিমের সঙ্গে আরো কাজ করতে হবে। আর অপেক্ষা করতে হবে সে কতদূর এগোতে পারে। কিন্তু আমি নিশ্চিতভাবেই বলতে পারছি সে এই টেস্টে থাকছে না।’
পেইন আরো বলেন, ‘হ্যারি একজন ভালো খেলোয়াড়। সে অনেকদিন ধরেই পরিশ্রম চালিয়ে যাচ্ছে। সে শেফিল্ড শিল্ডে অনেক রান করেছেন এবং এই সুযোগ তার প্রাপ্য। সে কেবল কাজ সম্পর্কে ভাবে, আমাদের দলে কিছুটা হাস্যরসাত্মকতা নিয়ে আসে এবং সে একটি নিশ্চিন্ত চরিত্র।’
‘সে (হ্যারিস) এমন একজন যাকে আমরা আমাদের সঙ্গে পেতে পছন্দ করি। আমরা আত্মবিশ্বাসী যে সে তার পাওয়া সুযোগকে কাজে লাগাবে এবং সফল হবে,’ তিনি যোগ করেন।
আগামী ১৫ জানুয়ারি ব্রিসবেনে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। সিরিজের তিন ম্যাচ শেষে ১-১ এ সমতায় রয়েছে দুই দল। এই এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ- টিম পেইন (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশ্যানে, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথন লায়ন এবং জশ হ্যাজলউড।
নিউজক্রিকেট/আরআর