শেষ টি-টোয়েন্টিতে অনিশ্চিত তামিম, লিটনের সঙ্গী নাইম শেখ

কে এম আবু হুরায়রা »

দীর্ঘদিন পর নিজের খোলস ছেড়ে বেড়িয়ে বেশ দারুণ ফর্মে আছেন তামিম ইকবাল৷ ৩ম্যাচের ওডিআই সিরিজে ৩১০ রান করেছেন ১৫৫ গড়ে। ৩ ম্যাচের দুটি ম্যাচেই করেছেন সেঞ্চুরি৷ প্রথম টি২০ ম্যাচেও ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা। ৩৩ বলে ৪১ রান ফিরলেও ছিলো সেই পূর্বের তামিমের ফেরার আশা। যে তামিমকে কতদিন দেখেনি বাংলাদেশ ক্রিকেট।

মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্ব ছাড়ার পর ওডিআই দলের নেতৃত্বও এসেছে এই ওপেনারের কাঁধেই। দ্বায়িত্বটা এখন আরও বড়। তাই মানসিক ভাবে প্রস্তুত হতেই ২য় টি২০তে বিশ্রামে পাঠানো হতে পারে তামিম ইকবালকে। বিসিবির ঘনিষ্ঠ সূত্র মতে আজ সন্ধ্যায় মিটিংয়ে এ সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট।

তামিম ইকবালের যায়গায় লিটন দাসের সাথে জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ মিলতে পারে তরুণ ওপেনার নাইম শেখের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »