নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পর তিন দিনের বিশ্রাম শেষে বুধবার (১৩ সেপ্টম্বর) অনুশীলন করেছে বাংলাদেশ দল। এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। সুপার ফোরে ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতার। তবে এশিয়া কাপের শেষটা রাঙ্গাতে চায় বাংলাদেশ।
শ্রীলঙ্কায় অনুশীলনের সময় একথা জানিয়েছেন তাওহীদ হৃদয়। তিনি বলেন, ‘আমরা আগেও যেটা বলেছি, যেটা চলে গিয়েছে ওইটা নিয়ে আমরা ভাবি না। আমরা বর্তমানে থাকার ট্রাই করি সব সময়। যেহেতু আমাদের সামনে ইন্ডিয়ার সঙ্গে খেলা, ট্রাই করব ভালোভাবে শেষ করতে। যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো যত তাড়াতাড়ি ওভার কাম করে এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা যেতে পারি।’
লঙ্কানদের বিপক্ষে ম্যাচ হাররেও সেই ম্যাচে ৮২ রানের ভালো ইনিংস খেলেছেন হৃদয়। তিনি জানান দলের জন্য অবদান রাখতে পারাটাই তার কাছে বড় বিষয়। ব্যাক্তিগত কোনো চাওয়া নেই তার। হৃদয় বলেন, ‘আমার মনে কোনো এক্সপেকটেশন নাই। আমি কোনো চিন্তা ভাবনা করি না। আমি যখন মাঠে যাব, তখন ট্রাই করব, টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করার। আমরা টুর্নামেন্টে নাই, বেশি কিছু ভাবছি না, ভালোভাবে শেষ করার প্রত্যাশা।’
আরএ/নিউজক্রিকেট২৪