শের-ই-বাংলায় চাপ কমাতে বিসিবির ভাবনায় চার শহরের মাঠ!

মারুফ ইসলাম ইফতি »

হোম অফ ক্রিকেট মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামের উপর সারা বছর যেন ঝড় বয়ে যায়। বছরের বেশিরভাগ সময়ে এইখানে খেলা থাকায় মাঠের অবকাঠামোতেও দেখা দেয় তার প্রভাব। আর তাই হোম অফ ক্রিকেটের উপর মাত্রাতিরিক্ত এই চাপ কমাতে নতুন পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক বিসিবি।

গতকাল বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমের মুখামুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের উপর থেকে চাপ কমাতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল এবং কেরানীগঞ্জকে বেছে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিসিবির লক্ষ্য মিরপুরে ঘরোয়া লিগের ম্যাচ কম আয়োজন করে এই শহর গুলোতে ঘরোয়া লিগ,বয়সভিত্তিক ক্রিকেট,স্কুল ক্রিকেটের ম্যাচ আয়োজন করার।

নতুন স্টেডিয়ামের ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিসিবি বস জানিয়েছেন; সিলেট,বরিশাল,ময়মনসিংহ ও কেরানীগঞ্জে আমরা ইতিমধ্যে মাঠের জন্য আমাদের সবধরনের পরিকল্পনা সাজিয়েছি।সিলেট স্টেডিয়াম এখন মোটামুটি আন্তর্জাতিক মানের হয়েছে, আরো কিছু কাজ চলছে আশা করি খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে।এছাড়া বরিশালে একটি মাঠের ব্যাপারে কথাবার্তা শেষ হয়েছে মাঠ কর্তৃপক্ষের সাথে,খুব দ্রুত সেখানকার অবকাঠামো সুযোগসুবিধা বাড়িয়ে ধারাবাহিকভাবে ম্যাচ আয়োজন করতে পারবো আশা করি। এছাড়া ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভারসিটি সাথে দুটি মাঠ নিয়েও আমরা ইতিমধ্যে চুক্তি করে নিয়েছি, খুব তাড়াতাড়ি মাঠ গুলোকে ম্যাচ আয়োজনের জন্য শতভাগ প্রস্তুত করা হবে।

সর্বশেষ কেরানীগঞ্জে একটি মাঠ আমরা চুড়ান্ত করেছি স্কুল ক্রিকেট ও বয়সভিত্তিক ম্যাচ গুলোর জন্য।
আশা করি এই চার শহরের এই মাঠ গুলোতে আমরা ধারাবাহিকভাবে ম্যাচ আয়োজন করতে পারলে মিরপুরের উপর থেকে চাপটা কিছুটা হলেও কমবে।

উল্লেখ্য, চলতি বছরের মধ্যে এই মাঠ গুলোর অবকাঠামো উন্নয়ন ও খেলার জন্য উপযোগী করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বিসিবি বস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »