সাজিদা জেসমিন »
মিরপুরে হোম অব ক্রিকেটে চলছে টাইগারদের সংবর্ধনা অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণভাবে বরণ করা হয়েছে টাইগারদের। আজ বিকেলে বিমানবন্দরে পৌঁছায় চ্যাম্পিয়ন দলকে বহনকারী ফ্লাইট। সেখান থেকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে বিশেষ ভাবে সাজানো বাসে করে হোম অব ক্রিকেটে নিয়ে যাওয়া হয় যুবা টাইগারদের।
রাস্তায় যুবাদের বাস ঘিরে দেখা যায় সমর্থকদের ঢল। আর হোম অব ক্রিকেটে পৌঁছানোর সাথেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় যুবাদের। এরপর আনুষ্ঠানিক বৈঠক শেষে মাঠে তৈরি মঞ্চে নিয়ে যাওয়া হয় যুবা টাইগারদের। বাঁধ ভাঙ্গা উল্লাসে উৎযাপিত হয় বরণ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিসিবির কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেটের নির্বাচকবৃন্দ।
মাঠে প্রবেশ করে সমর্থকদের উদ্দেশ্যে ট্রফি উঁচিয়ে ধরেন অনুর্ধ্ব -১৯ দলের অধিনায়ক, বিশ্বকাপ রূপকথা জয়ের নায়ক আকবর আলী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর কেক কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করেন বিসিবি সভাপতি এবং বিজয়ী দলের খেলোয়াড়গণ।
কেক কাটার পর্ব শেষ করে ট্রফি নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে মাঠে হেঁটে প্রদর্শন করেন বিশ্বকাপ জয়ের নায়ক আকবর আলী। আর গ্যালারি থেকে তখন উল্লাসে ফেটে পড়েন টাইগার সমর্থকেরা।