শেরে বাংলার ফ্লাডলাইটে আগুন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপকে সামনে রেখে ১৩ আগস্ট থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের রুদ্ধদ্বার অনুশীলন। সোমবার (১৪ আগস্ট) দুপুরে অনুশীলনে আসেন ক্রিকেটাররা। অনুশীলনের সময়েই স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন ধরে যায়। তবে বড় কোনো অঘটন ঘটেনি।

আকাশ মেঘলা থাকায় বিকাল চারটার দিকেও মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট জালানো হয়। কিছুক্ষণ পরই দেখা যায় কিছু লাইট জ্বললেও বেশ কয়েকটা লাইটে আগুন ধরে যায়। পরে জানা গেছে শর্ট সার্কিটের কারণে এমন ঘটনা ঘটেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তাৎক্ষনিকভাবে বন্ধ করে দেওয়া হয় ফ্লাডলাইট।

এসময় ক্রিকেটাররাও মাঠ ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যান। অবশ্য সমস্যা সমাধানে বেশি সময় লাগেনি। ঘণ্টা খানেকের মধ্যেই ফ্লাডলাইট আবার সচল হয়ে যায়। এরপর ক্রিকেটাররা আবার অনুশীলন করেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »