শেখ জামালকে উড়িয়ে দিয়ে লিডার্স কাপের ফাইনালে শেখ রাসেল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত তিন দলের লিডার’স কাপের সমাপনী দিনের খেলা মাঠে গড়াচ্ছে আজ। রাজধানীর বনানীতে অবস্থিত “শহিদ যায়ান” চৌধুরী মাঠে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে শেখ রাসেল ড্রিমার্স ও শেখ জামাল ওয়ারিয়ার্স। দিনের প্রথম খেলায় শেখ জামালকে ৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল।

দিনের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শেখ জামাল ওয়ারিয়ার্স। টসে হেরে আগে ব্যাট করতে নেমে রিয়াদ ও নাহিদের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে নির্ধারিত ১০ ওভারে ৪  উইকেট হারিয়ে ১১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শেখ রাসেল ড্রিমার্স।শেখ রাসেলের হয়ে ব্যাট হাতে রিয়াদের ব্যাট থেকে আসে ঝড়ো ৩২ রানের ক্যামিও। এছাড়া নাহিদের ব্যাট থেকে আসে ৩০ রানের দারুণ একটি ইনিংস।

১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  শেখ রাসেল ড্রিমার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি শেখ জামালের ব্যাটসম্যানরা।
যার ফলে ১১৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৮ রানের বেশি তুলতে পারেনি শেখ জামাল। যার ফলে টানা ২ জয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে শেখ রাসেল ড্রিমার্স।

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »