শুরু হল টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ ও আফগানিস্তান-জিম্বাবুয়েকে সাথে নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে টাগাররা কাজ করবেন নিজেদের ফিটনেস নিয়ে।

ঘরের মাঠে আফগানদের বিপক্ষে এই টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ৩৫ সদস্যের কন্ডিশনিং ক্যাম্পের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। দুইদিন আগেই এই ক্যাম্প শুরু হবার কথা থাকলেও সেটা শেষ পর্যন্ত শুরু হয়েছে আজ (১৯ আগস্ট)।

ক্রিকেটারদের ফিটনেস নিয়েই মূলত কাজ করা হবে এই ক্যাম্পে। যেখানে ছিলেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও। অবশ্য শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চলমান সিরিজের কারণে ক্যাম্পে যোগ দেননি অন্তত ১০ জন তরুণ ক্রিকেটার। এছাড়া তামিম ইকবাল বিশ্রামে থাকায় তাকে রাখাই হয়নি এই স্কোয়াডে।

অন্যদিকে বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান পবিত্র হজ পালন শেষে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সাকিবের স্ত্রী ও কন্যা আলাইনাকে নিয়ে তিনি দেশে ফিরার কথা রয়েছে ২৪ আগস্ট। সেখান থেকে এসেই ক্যাম্পে যোগ দিবেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »