নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নেদারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শান্তর উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ব্যক্তিগত ৩ বলে ১ রান করে ফেরেন শান্ত। ১ উইকেট হারিয়ে ৭ রান সংগ্রহ বাংলাদেশের। তানজিদ তামিম ও লিটন দাস ব্যাট করছেন।
আফ্রিকার বিপক্ষে পরাজিত হলেও সেই ম্যাচের একাদশ নিয়েই আজ খেলতে নেমেছে বাংলাদেশ। ব্যর্থতার পরও সুযোগ পেয়েছেন জাকের আলী।
বাংলাদেশের একাদশ
নাজমুল শান্ত, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসাইন, তাসকিন, তানজিম ও মুস্তাফিজুর রহমান।