মমিনুল ইসলাম »
আগামীকাল ( ১১ ডিসেম্বর) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের সপ্তম আসর বঙ্গবন্ধু বিপিএলের মাঠের লড়াই। আসন্ন বঙ্গবন্ধু বিপিএল শুরু আগে ১০ ডিসেম্বর দলগুলোর অধিনায়কদের নিয়ে হয়ে গেলো ফটোসেশন। তবে ফটোসেশনে নেই কোন পেশাদারিত্বের ছোঁয়া। তবে বিসিবির প্রধান নির্বাহী আশ্বাস দিলেন মাঠের ক্রিকেট শুরু হলেই বদলে যাবে চিত্রটা যেখানে গতবারের মত ভুল গুলো আর হবে না।
আনুষ্ঠানিক ফটোসেশন শুরু হওয়ার কথা ছিলো ৫ টা কিংবা সাড়ে পাঁচটা নাগাদ তবে সময় পেরিয়ে গেলেও দেখা মিলছে না আনুষ্ঠানিক ফটোসেশনের কোন চিত্র। তবে খানিক বাদেই অবশ্যই শুরু হয়েছিলো আনুষ্ঠানিক ফটোসেশন তবে সেখানে অভাব ছিলো অপূর্ণতার। যেখানে সাত দলের অধিনায়কদের নিয়ে হওয়ার কথা ছিলো আনুষ্ঠানিক ফটোসেশন তবে সেখানেও ছিলো হ-য-ব-র অবস্থা। সাত দলের অধিনায়কদের মাঝে উপস্থিত ছিলেন না রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নাবী। সেই দলের অধিনায়কদের মাঝেও ছিলো আরও ব্যতিক্রম ঘটনা। যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় মাশরাফী বিন মোর্ত্তজার নাম কিন্তু অধিনায়কদের ফটোসেশনে ঢাকা প্লাটুনের হয়ে উপস্থিত ছিলেন মুমিনুল হক। এছাড়াও বড় অপূর্ণতা ছিলো যা, তা হলো সেখানে ছিলো না বিপিএলের কোন ট্রফি।
আনুষ্ঠানিক ফটোসেশনে সাত দলের অধিনায়ক থাকার কথা থাকলেও ছিলেন না সবাই। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের কাছে প্রশ্ন করা হয়েছিল সাত দলের অধিনায়ক উপস্থিত না থাকার কারন কি? উত্তরে তিনি বলেন, ‘আজ প্রতিটি দলেরই অনুশীলন ছিলো। আমরা সবাইকে ফটোসেশনের কথা জানিয়েছিলাম কিন্তু কিছু সীমাবদ্ধতার কারনে কেউ কেউ উপস্থিত হতে পারেনি। হাতে তেমন সময় না থাকায় ফটোসেশনটা করে নিলাম।’
সকালের শুরুটাই হয়েছিলো আরও এক বিতর্ক নিয়ে। সকালে রংপুর রেঞ্জার্সের জার্সি উন্মোচনের বেলায় ছিলো আরও বিব্রতকর ঘটনা। নির্ধারিত সময় পেরিয়ে ঘন্টা খানেক চলে গেলেও জার্সি উন্মোচন অনুষ্ঠান শুরু না হওয়ায় স্থান ত্যাগ করতে শুরু করে মিডিয়া কর্মীরা। তবে বিসিবির মিডিয়া ম্যানেজারের অনুরোধে থেকে যায় মিডিয়া কর্মীরা।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ দেখুন, সকালের রংপুরের প্রেস ব্রিফিংয়ের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। এটা তাদের টিম আর টিম স্পন্সরদের বিষয় ছিলো । তারাই ভালো বলতে পারবে।’
বিপিএল শুরু হতে না হতেই শুরু হয়েছে নানা বির্তক। এমন সব বিতর্কের মাঝেও সিইও আশ্বাস দিলেন এমন ভুল সামনে হবে না। তিনি বলেন, ‘গণমাধ্যমের নিউজ গুলা দেখে নিজেদের ভুল গুলো শোধরানোর চেষ্টা করছি। আশা করি গতবারের ভুল গুলো আমরা এবার সংশোধন করবো আর তার পুনরাবৃত্তি হবে না। আপনারা যে রিপোর্ট গুলা করেছেন তা অবশ্যই সংশোধন করতে চেষ্টা করবো।’