নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি। ইচ্ছা থাকলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আজকের সাকিব তামিমরা ইচ্ছা শক্তির বলে আজ এতদূর এসেছে। ক্রিকেটাররা মাঠে ক্রিকেট খেলে কিন্তু শুধু খেললেই যে হবে না তাদের উৎসাহটা যে দিতে হয় সাপোর্টারদের। বাংলাদেশ ক্রিকেট দলের কিছু আইকনিক সাপোর্টার আছে যাদের এক নামেই সকলে চিনে। তেমনি আরো একজন আইকনিক ব্যক্তি আছে যে কিনা বাংলাদেশসহ বিশ্বের সকল বড়বড় ক্রিকেটারদের স্বারক রয়েছে। কি নেই এই আইকনিক মানুষটির কাছে? সম্ভাব্য সকল প্রকার স্বারক রয়েছে তার সংগ্রহশালায়। তিনি হচ্ছেন দেশসেরা ক্রিকেট সংগ্রাহক মোঃ জসিম উদ্দিন। আজ এই আইকনিক মানুষটির ৩৭ তম জন্মদিন।
১৯৯৭ সাল থেকে জসিম উদ্দিন স্বারক সংগ্রহ করা শুরু করেছেন। মূলত সে চেয়েছিলেন ক্রিকেটার হতে। ক্রিকেটার হবার উদ্দেশ্য ক্যারিয়ার শুরু করলেও অভাবের কাছে স্বপ্ন বাধা হয়ে দাঁড়ায়। থমকে যায় তার ক্রিকেটার হবার স্বপ্ন। কিন্তু জসিম উদ্দিন ছিলেন নাছোড়বান্দা ক্রিকেট তাকে ছেড়ে দিলেও ক্রিকেটকে জসিম উদ্দিন ছাড়েননি। ভিন্ন উপায়ে ক্রিকেটকে আগলে রেখেছেন জসিম উদ্দিন। তিনি ক্রিকেটার হতে পারেননি কিন্তু ক্রিকেটের সকল কিছু সংগ্রহ করা শুরু করেন সে। বর্তমানে সে দেশের অন্যতম সেরা ক্রিকেট স্বারক সংগ্রহাক।
বাংলাদেশ ক্রিকেটের যা কিছু প্রথম তার সকল কিছুর নিজের সংগ্রহে রেখেছেন জসিম উদ্দিন। স্বারক হিসেবে সই করা ব্যাট, বল, জার্সি, গ্লাভস রয়েছে তার কাছে। বাংলাদেশের প্রথম টেস্ট , প্রথম বিশ্বকাপ, এমনকি আকরাম খানের যুগ থেকে শুরু করে বর্তমানের মিরাজ মোস্তাফিজদের সময়কার সকল খেলোয়াড়দের স্বারক রয়েছে জসিম উদ্দিনের কাছে রয়েছে। এছাড়াও দেশের বাইরের খেলোয়াড়দের মধ্যে জসিম উদ্দিনের কাছে স্বারক হিসেবে রয়েছে শেষ ওয়ার্ন, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথিউস হেইডেন, ওয়াসিম আকরাম, সৌরভ গাঙ্গুলী, পিটারসন, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, এমএস ধোনি, শচীন টেন্ডুলকার সহ অসংখ্য বিশ্ব কাঁপানো ক্রিকেটারদের স্বারক। জসিম উদ্দিন অনেক ক্রিকেটারের স্বারক সংগ্রহ করলেও উনার আক্ষেপ শুধু ব্রেইন লারার কোনো স্বারক তার কাছে নেই। জসিম উদ্দিনের সংগ্রহে রয়েছে ২০০০ এর মতো জার্সি, ৬০০-৭০০ সই করা ব্যাট, অটোগ্রাফ সহ ২০০ এর মতো বল এবং গ্লাভস, এছাড়া আরো রয়েছে ম্যাচের স্টাম্প।
এই দেশসেরা ক্রিকেট স্বারক সংগ্রহকের একটি স্বপ্ন রয়েছে আর তা হলো তার এই বিশাল সংগ্রহ দিয়ে তিনি তৈরি করবেন একটি ক্রিকেটের জাদুঘর। যেখানে তার এই বিশাল সংগ্রহ সাজিয়ে রাখা হবে এবং সকলকে দেখার জন্য রাখা হবে। এতে করে ভবিষ্যতে সকলে জানতে পারবে আমাদের ক্রিকেট ও তার ঐতিহ্য নিয়ে কে কে খেলেছে এই দলে। জসিম ভাই বলেন, ” একদিন হয়তো সাকিব-তামিম, আকরাম-নান্নু ভাইরা থাকবে না কিন্তু এই স্বারক তাদের সকলকে ভবিষ্যতে পরিচয় করিয়ে দেবে।
জসিম উদ্দিন তার এই বিশাল স্বারক সংগ্রহ করে ক্রিকেটের ঐতিহ্যকে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন। একদিন হয়তো তার তৈরি করা জাদুঘর দিয়ে সকলে জানতে পারবে ক্রিকেট সম্বন্ধে কিন্তু এই সংগ্রহে জসিম ভাই এর অবদান বলে শেষ করা যাবে না। যতদিন বাংলাদেশে ক্রিকেট থাকবে ততদিন জসিম উদ্দিনকে সকলে মনে রাখবে। আমাদের নিউজক্রিকেট২৪ এর প্রতিষ্ঠাতা এই জসিম উদ্দিন। আজ তার জন্মদিন। ভালো থাকুক জসিম উদ্দিন এগিয়ে যাক তার স্মারক সংগ্রহ।