শুভ জন্মদিন তামিম ইকবাল

সাকিব শাওন »

তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের আলোচিত এক নাম। আলোচিত এই কারণে বাংলাদেশের ক্রিকেটের অনেক প্রথমের সাথেই জড়িয়ে আছে তাঁর নামটি। প্রথম টি-২০ সেঞ্চুরি, প্রথম বাংলাদেশী হিসেবে টি-২০ তে ১০০০ রান, একসময় টেষ্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটেই সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি।

একমাত্র বাংলাদেশী হিসেবে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করার কৃতিত্বও তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৭ সালে।


তারপর থেকে ওপেনিংয়ে নিয়মিত মুখ হয়েই আছেন এখনও পর্যন্ত। তাঁর পাশ থেকে সঙ্গী বদল হয়েছে নাফীস, জাবেদ ওমর, ইমরুল কায়েস, সৌম্য সরকার, বিজয়দের মতো অনেকেই। কিন্তু তামিম ছিলেন একপাশে অবিচল, শত বাধাও তাঁকে দমাতে পারেনি। এখনো বাংলাদেশের হয়ে ধারাবাহিক পারফর্ম করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। দিন কয়েক আগে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের।

আজ ২০ মার্চ, ১৯৮৯ সালের আজকের এইদিনে
চট্রগ্রামের বিখ্যাত খান পরিবারে জন্মগ্রহণ
করেন বাংলাদেশের ক্রিকেটে সেরা ওপেনার তামিম ইকবাল খান। আর আজ ৩১ বছরে পা রাখলেন বর্তমান বাংলাদেশের ওয়ানডে দলের এই ক্যাপ্টেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »