শুভ জন্মদিন ক্যারিবীয় লিভিং লিজেন্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

উইন্ডিজ ক্রিকেটের বসন্ত কেটেছে ক্লাইভ লয়েডের ছত্রছায়ায়। আজকে ৭৫ বছরে পা দিলেন এই ক্যারিবীয় গ্রেট। প্রথম ক্যারিবীয় ক্রিকেটার হিসেবে ১০০ টেষ্ট খেলার মাইলফলক স্পর্শ করেন যার মধ্যে ৭৪ টি ম্যাচে তিনি অধিনায়কত্ব করেছিলেন। ক্রিকেট দুনিয়ায় সেরা অধিনায়কদের একজন এই লয়েড। যার অধীনে টানা ২৬ ম্যাচ উইন্ডিজেরা অজেয় থাকে। ব্যাক্তিগত সাফল্য ও কম নই, ব্যাট হাতে ১১০ টেষ্টে ৭৫১৫ রান সংগ্রহ করেন।

একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে তার রেকর্ডের ভাণ্ডার আরো পরিপূর্ণ। তার অধীনে ১৯৭৫ এবং ১৯৭৯ বিশ্বকাপে টানা শিরোপা জিতে নেয় উইন্ডিজেরা। এমনকি ১৯৮৩ তে ফাইনালে ভারতের কাছে না হারলে তারা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করতো। অধিনায়ক হিসেবে একমাত্র তার এই কীর্তিতে ভাগ বসান অজিগ্রেট রিকি পন্টিং। তার অধীনে ২০০৩ এবং ২০০৭ সালে পর পর দুইবার শিরোপা ঘরে তোলে অষ্ট্রেলিয়া। এই ফরম্যাটে ব্যাট হাতে ৮৭ ম্যাচে লয়েডের রানের সংখ্যা ১৯৭৩!
Attachments area
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »