শুধু টি-টোয়েন্টিতেই চোখ আফিফের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

যারা নিয়মিতই বাংলাদেশ ক্রিকেট অনুসরণ করেন তাদের কাছে আফিফ হাসান ধ্রুব নামটা অপরিচিত নয়। ভারত সফরের আগে ত্রিদেশীয় সিরিজে এক ম্যাচে দুর্দান্ত এক ফিফটিতে বাংলাদেশকে জয় এনে দিয়ে আলোচনায় আসেন তিনি। তবে বছর দুয়েক আগে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হলেও তখন নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। গত দুই বছর আগে টি-টোয়েন্টি অভিষেক হলেও ওয়ানডে কিংবা টেস্টে অভিষেক হওয়া হয়নি এই অলরাউন্ডারের। তবে বয়সভিত্তিক দল গুলোতে নিয়মিত টেস্ট ও ওয়ানডে খেলে যাচ্ছেন তিনি।

একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলের জার্সিতে তিন ফরম্যাটেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। তবে সেখানে একদমই ভিন্ন চিন্তাধারা আফিফ হাসান ধ্রুবের। শুধু মাত্র টি-টোয়েন্টি ফরম্যাটটাকেই আপাতত ধরে রাখতে চান আর সংক্ষিপ্ত এই ফরম্যাটে পারফর্ম করে নিজেকে প্রমাণ করে তারপরই অন্য ফরম্যাটের দিকে তাকাতে চান এই অলরাউন্ডার। আসন্ন এসএ গেমসের টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে আপাতত ভাবছেন তিনি।

মিরপুরের অ্যাকাডেমী মাঠে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে তাদের বলেন, ‘ওয়ানডে কিংবা টেস্ট নিয়ে আপাতত আমি কিছু ভাবছি না। সামনে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে আর সেটা নিয়েই আপাতত ভাবছি। ‘

তিনি আরও বলেন যে, ‘আপাতত ফিল্ডিং নিয়ে কাজ করতেছি। আগে যে ভুল গুলো করেছি সেগুলা যেন আর না হয়। আর টি-টোয়েন্টিতে স্ট্রাইক রোটেনশন গুরুত্বপূর্ণ সেটা নিয়েও কাজ করতেছি।’

জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে না খেললেও ঘরোয়া লিগ কিংবা বয়সভিত্তিক দল গুলোতে খেলছেন নিয়মিতই। সদ্য শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে খেললেন যেখানে ব্যাট হাতে ছিলেন সফল। তবুও জাতীয় দলের জার্সিতে এত তাড়াতাড়ি টেস্ট কিংবা ওয়ানডের জার্সি জড়াতে চান না। আর ইমার্জিং এশিয়া কাপের পারফরম্যান্স পরবর্তী সিরিজ গুলোতে কাজে দিবে বলে তিনি মনে করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »