নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় ঢাকায় পা রাখবে রশিদ খানের দল।
স্বাগতিকদের বিপক্ষে আগামী ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান। তবে মূল মঞ্চে মাঠে নামার আগে সফরকারীরা বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। যেটি আগামী ১-২ সেপ্টেম্বর চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে।
এরপর জিম্বাবুয়েকে সাথে নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান।