https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আফগানইস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করা হবে শুক্রবার (৩০ আগস্ট)। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন এমন তথ্য।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে ইতিহাসে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দল মাঠে নামছে আফগানদের বিপক্ষে। গুঞ্জন শোনা যাচ্ছিল আফগানদের বিপক্ষে ম্যাচে দলে জায়গা পেতে পারেন তরুণ ক্রিকেটাররা। ওপেনার তামিম ইকবালের বদলে একাদশে দেখা যেতে পারে সাদমান ইসলামকে। তবে শেষ পর্যন্ত ওপেনিং জুটি কি শুধুই অভিজ্ঞতা দিয়ে মোড়ানো থাকবে নাকি একজন সিনিয়রের সাথে একজন তরুণকে দেখা যাবে সেটা জানা যাবে শুক্রবার।
দল ঘোষণার কথা জানিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘আফগানিস্তানের বিপক্ষে আমরা সেরা দলটি ঘোষণার চেস্টাই করছি। আগামীকাল শুক্রবার মাঠেই দল ঘোষণা করব। এই মুহূর্তে দল নিয়ে আপনাদের কিছুই বলতে পারব না। আমরা একটু পর আবার বসবো আর কালকেই দল দিয়ে দিব।’
এদিকে আসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজের জন্যও দল ঘোষণা করা হবে ৬ সেপ্টেম্বর। এমন তথ্য নিশ্চিত করে নান্নু আরও বলেন, ‘আশা করি ৬ সেপ্টেম্বর টি-২০ দল ঘোষণা করতে পারবো। এইচপি দলে কয়েকজন খুবই ভালো করছে। শান্তও ভালো করছে। আমাদের মাথায় এটা আছে। আমরা বসছি এটা নিয়ে। আগামীকালই সব চূড়ান্ত হবে।’