শীর্ষে শামি, পিছিয়ে বোল্ট-মুস্তাফিজরা

এ কে শাহেদ »

নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকটি দিন বাকী। বছর শেষে প্রকাশ হবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালে সেরাদের নাম। তবে বছর শেষ হবার আগেই ২০১৯ সালে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার ভারতের পেসার মোহাম্মদ শামি।

চলছে ভারত ও উইন্ডিজ ওয়ানডে সিরিজ। এ সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন উইকেট নেন। এর ফলে টপকে যান নিউজিল্যান্ডের পেস বোলার ট্রেন বোল্ট’কে। এখন বোল্ট ৩৮টি উইকেট নিয়ে শামির পরে দ্বিতীয় স্হানে অবস্থান করছেন।

২০১৯ সাল শেষ হতে আরো কয়েকদিন বাকী, এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকায় অবস্থান করছেন মোহাম্মদ শামি। তিনি ২০টি ওয়ানডে ম্যাচে ৪১টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্হানে অবস্থান করছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন বোল্ট।

বোল্ট এখন পর্যন্ত শামি’র ন্যায় ২০ ম্যাচে ৩৮টি উইকেট সংগ্রহ করেছেন। যার ফলে তিন উইকেটে পিছিয়ে থেকে এ তালিকায় দ্বিতীয় স্হানে অবস্থান করছেন তিনি। আর তৃতীয় স্হানে অবস্থান করছে স্বদেশী আরেক পেসার লুকি ফার্গুসেন।

নিউজিল্যান্ডের এ গতিদানব ১৭ ম্যাচে ৩৫টি উইকেট সংগ্রহ করেছেন। যার ফলে বোল্টের পরেই অর্থাৎ তৃতীয় স্হানে অবস্থান করছেন তিনি। অন্যদিকে চতুর্থ স্হানে অবস্থান করছেন বাংলাদেশী কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। ফিজের ১৬ ম্যাচে ৩৪ উইকেট সংগ্রহ। অন্যদিকে ভারতের আরেক পেসার ভুবনেশ্বর কুমার ১৯ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে ৫ম স্হানে অবস্থান করছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »