নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত ভারত-দক্ষিন আফ্রিকা টি২০ সিরিজের পর প্রকাশিত টি২০ র্যাংকিং এ যথারীতি শীর্ষ স্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। সেরা দশে নেই ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। ৬৫৯ রেটিং নিয়ে ১১নম্বরে কোহলি। যথারীতি ২য় এবং তৃতীয় স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং কলিন মুনরো। সেরা দশ ব্যাটসম্যানের ৪ জনই অস্ট্রেলিয়ার, ২জন করে আছেন পাকিস্তান এবং ভারতের৷ ১জন করে আছে আফগানিস্তান এবং ইংল্যান্ডের।
সেরা ৩০ জনে নেই বাংলাদেশী কোন ব্যাটসম্যান। ৩২ এবং ৩৩ নং পজিশনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। ৩৯ তম অবস্থানে সাব্বির, ৪৪ তম লিটন দাস এবং তামিম ইকবাল ৪৬ তম। মুশফিকুর রহিম এবং সৌম্য সরকার যথাক্রমে ৫১ এবং ৫২ তম স্থানে অবস্থান করছেন।
টি২০ বোলিং র্যাংকিং এ খুব বেশী পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষ স্থান দখল করে আছেন আফগান অধিনায়ক রশিদ খান। ২য় এবং ৩য় অবস্থানে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এবং সাদাব খান।
সেরা দশে আছেন একমাত্র বাংলাদেশী হিসেবে সাকিব আল হাসান। নেই কোন ভারতীয় বোলার। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ১৪ নং অবস্থান কুলদীপ যাদবের।
মোস্তাফিজুর রহমান ২৮ নাম্বার, মাহমুদউল্লাহ রিয়াদ ৫৬ এবং রুবেল হোসেন ৭০ নং অবস্থানে আছেন।
তবে অলরাউন্ডার র্যাংকিং এ সেরা দশে আছেন দুই বাংলাদেশী। যথারীতি ২য় অবস্থানে সাকিব আল হাসান। এবং এক ধাপ পিছিয়ে ৫ম অবস্থানে মাহমুদউল্লাহ রিয়াদ। শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েল। এবং ৩য় অবস্থানে আছেন আফগানিস্থানের মোহাম্মদ নাবী।
টি২০ ক্রিকেটে শীর্ষে রয়েছেন পাকিস্তান, এবং দশ নং পজিশনে রয়েছে বাংলাদেশ৷ ৭ম অবস্থানে আছেন আফগানিস্তান। ২য় এবং ৩য় অবস্থানে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ভারত আছে ৪র্থ অবস্থানে।