নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে বিকালে মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড।বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দু’দল। তিন ম্যাচে তিনটিতেই জয়ী হয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড টেবিলের শীর্ষে এবং দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে ভারতের সংগ্রহে আছে ৪ পয়েন্ট।
এই ম্যাচের জয়ী দল টেবিলের শীর্ষে ওঠার সাথে সাথে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। তবে ম্যাচটিতে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় খলনায়ক বৃষ্টির বাধা আবারো আসতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
আজ বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ মাঠে দু’দলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।
এদিকে আন্তর্জাতিক ওয়ানডেতে দুদলের মুখোমুখি ১০৬ বারের লড়াইয়ে ভারতের ৫৫ জয়ের বিপরীতে নিউজিল্যান্ড জিতেছে ৪৫টি ম্যাচে। একটি ম্যাচ টাই এবং বাকি পাঁচটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তবে বিশ্বকাপের পরিসংখ্যান কিছুটা এগিয়ে কিউইরা। মুখোমুখি ৭ বারের সাক্ষাতে নিউজিল্যান্ডের জয় ৪টি, বিপরীতে ভারতের জয় ৩ টিতে।