নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটের এখন পর্যন্ত সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। পোস্টারবয় সাকিব বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছেন আজ অনেক বছর। ক্রিকেটের বনেদি ফরম্যাট খ্যাত টেস্ট ও সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টিতে টাইগাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি। আগামী ৫ সেপ্টেম্বর থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হতে যাওয়া টেস্টে প্রতিপক্ষের যত দুশ্চিন্তা সব সাকিবকে নিয়েই।
আফগান কোচ অ্যান্ডি মোলস মনে করেন তার শিষ্যরা যদি ক্রিকেটে সাকিবের মত ধারাবাহিক হতে পারে তাহলেই ভালো ফল পাওয়া সম্ভব। সাকিব সর্বশেষ টেস্ট খেলেছেন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। লম্বা এক বিরতি দিয়ে আবারো ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই লাল বলের ক্রিকেটে ফিরছেন। তবে দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের বাইরে থাকলেও রঙিন পোষাকে সাকিব নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। গেল বিশ্বকাপে তার পারফরম্যান্স ঠিকই বলে দেয় একজন ক্রিকেটার হিসেবে প্রতিপক্ষের জন্য সাকিব ঠিক কতটা বিপদজনক।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় আফগান কোচ অ্যান্ডি মোলস সাকিবকেই টেনে এনেছেন। মোলস বলেন, “স্বাগতিক হিসেবে বাংলাদেশের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। এ মুহূর্তে তারা অবশ্যই আমাদের থেকে অনেক এগিয়ে। এটা যদিও সত্যি কিন্তু আমরা ভীতু নই। বাংলাদেশের স্পিনে অনেক বৈচিত্র্য আছে। তাদের হোম কন্ডিশনে খেলা তাই সেই সুবিধাটা তারা কাজে লাগাতে চাইবে।” মোলস আরো বলেন, “সাকিব বাংলাদেশের সবচেয়ে সেরা খেলোয়াড়। সাকিব ছাড়াও এই দলে বিশ্বমানের আরো কয়েকজন ক্রিকেটার আছেন। সাকিবের পারফরম্যান্সের সবচেয়ে বড় উপাদান হলো তার ধারাবাহিকতা বজায় রাখা। আমাদেরকে ভালো করতে হলে অবশ্যই সাকিবের মত ধারাবাহিক হতে হবে আর এর বিকল্প নেই।”