শিশিরকে হারের জন্য দায়ী করলো শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের কাছে ৬ উইকেটে হেরেছে লঙ্কানরা। ভালো শুরুর পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কাকে। এমন হারের পর ম্যাচ শেষে হতাশা ঝরেছে লঙ্কান অলরাউন্ডার জানিথ লিয়ানাগের কণ্ঠে। হারের জন্য মাঠের শিশিরকে দায়ী করেছেন এই লঙ্কান অলরাউন্ডার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে লিয়ানাগে বলেন, ‘আমরা একটা ভালো শুরু পেয়েছিলাম। আমাদের ওপেনাররা দারুণ খেলেছে। কিন্তু তারা (বাংলাদেশ) এরপর দ্রুত তিন উইকেট তুলে নিয়েছে। আমাদেরকে ইনিংস পুনর্গঠন করতে হয়েছে। আমরা যেমন শুরু পেয়েছিলাম তাতে ৩০০ রান করতে পারতাম। এটা নিয়ে আমরা কিছুটা হতাশ ছিলাম।’

লিয়ানাগের ভাষ্যে শিশিরের কারণে বড় রান হয়নি। তিনি আরও বলেন, ‘আমাদের বোলাররা অনেক চেষ্টা করেছে। তারা ভালো লাইন-লেংন্থে বল করেছে কিন্তু শিশিরের কারণে এটা আমাদের জন্য কঠিন ছিল। বেশি কিছু করারও ছিল না। ব্যাটিংয়ের দিক থেকে বলব, এ ধরনের উইকেটে আমরা ভালো শুরু করে ৩০০ থেকে ৩২০ রান করতে চেয়েছিলাম।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »