শিরোপা বাংলাদেশ জিতবে আশাবাদী সৌম্য সরকার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথমবারের মতো ইমার্জিং কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ইমার্জিং কাপে দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। আজ মিরপুরে আফগানদের ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকেট কাটে টাইগাররা। ফাইনালে উঠে উচ্ছ্বাস প্রকাশ প্রকাশ করেছে ম্যাচ জয়ের নায়ক সৌম্য সরকার।

আজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার। পুরো ম্যাচেই অলরাউন্ডার পারফরম্যান্স ছিলো সৌম্য’র। বল হাতে ১০ ওভারে ৫৮ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। তার পর ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৫৯ বলে ৩ চারে ও ৩ ছয়ে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন।

ম্যাচ শেষে মিডিয়াকে সৌম্য জানান, ‘আমরা আজকে অনেক ভালো খেলেছি। আমরা এই টুর্নামেন্টের শুরু থেকে যেভাবে খেলছি আজকেও সেভাবেই খেলার চেষ্টা করেছি। আমাদের সবার মধ্যে জেতার একটা আগ্রহ ছিল। যা আমরা ম্যাচে প্রমান করেছি। আমি মনে করি আমাদের এভাবেই জেতা উচিত।’

সৌম্য মনে করেন বাংলাদেশ শিরোপা জিতবে। তিনি বলেন, ‘যারা মাঠে ভালো খেলবে তারাই জিতবে। আমাদের সকলের চেষ্টা থাকবে নিজের সেরা দেওয়ার। আমরা সেরা দিতে পারলে শিরোপা জিততে পারবো।’

উল্লেখ্য, আগামী শনিবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »