https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের দ্বাদশ আসরের ফাইনাল ম্যাচের নাটকীয়তা ছাড়িয়ে গেছে ইতিহাসের সব ফাইনালকে। প্রথমবার ম্যাচ ড্র হওয়াতে নিয়ম অনুযায়ী খেলা গড়ায় সুপার ওভারে। সেখানেও একই পরিণতি হলে বাউন্ডারি বেশি মেরেছে ইংল্যান্ড দল সেই হিসেবে টুর্নামেন্টে জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে।
তবে দুই দলের ম্যাচটি যে ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রথমবারের মত বিশ্বকাপ জয়ের জয়ের পর দলের ক্রিএক্টারদের প্রতিক্রিয়া কেমন ছিল সেগুলো একবার দেখে নেয়া যাক।
পেসার জোফরা আর্চার বলেন, ‘সুপার ওভারে আমাকেই বোলিং করতে হবে সেটা নিশ্চিত ছিলাম। এই সময়ে মরগানের সাথে একটু পরামর্শ করছিলাম। এটাই একমাত্র টুর্নামেন্ট আমার জীবনে যেটা জিতলাম। ছেলেরা শুরু থেকেই ভালো করছিল। জিততে না পারলে খুবই বাজে হত। পুরো দলটাই আমার কাছে পরিবারের মত।’
বেয়ারস্টো বলেন, ‘নিউজিল্যান্ডের জন্য অবশ্যই খারাপ লাগছে। একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে গেল। সুপার ওভারে ফিএ আসাটা অসাধারণ ছিল আমাদের। লর্ডসে খেলা আর ফাইনাল খেলা দুই রকম অনুভূতি।’
পেসার লিয়াম প্লাঙ্কেট তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এখনও আমার ঘোর কাটছে না। কী অসাধারণ। টুপিখোলা সম্মান নিউজিল্যান্ডের জন্য।’
‘বেন একজন লিখিত তারকা। সে সবই চেষ্টা করেছে। তার জন্য অবশ্যই আমরা গর্বিত। আমরা খুশি।’-স্টোকস প্রসঙ্গে বলেন জো রুট।