শিরোপা জিততে আত্মবিশ্বাসী গাপটিল

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ঠিক চার বছর আগে যে বিশ্বকাপের আসরটি হয়েছিল সেটির স্বাগতিকের ভূমিকায় অস্ট্রেলিয়ার সাথে ছিল নিউজিল্যান্ডও। ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দলই। শিরোপা অজিদের ঘরে গেলেও খালি ফিরেছিল কিউইরা। তাই এই বিশ্বকাপে নিজেদের সেই আক্ষেপ ঘুচাতে প্রস্তুত রয়েছে নিউজিল্যান্ড এমনটাই জানিয়েছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল।

গত বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি করা সহ টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক হয়েছিলেন গাপটিল। তবে গত বিশ্বকাপে রানার্সআপ হবার পরও এবার আর ফেভারিট হিসেবে মাঠে নামতে পারছে না তারা। ফেভারিট হিসেবে না থাকলেও এবারের আসরে নিজেদের সেরাট দিয়ে শিরোপা ঘরে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী গাপটিল।

তিনি জানান, ‘বিশ্বকাপে আমরা ফেভারিট না হলেও আমাদের দল বেশ শক্তিশালী। পুরো টুর্নামেন্ট আমাদের জন্য কঠিন হলেও নিজেদের সেরাত আদিয়ে আমরা শিরোপা জয়ের জন্যই চেষ্টা করব।’

এদিকে নিজের পারফরম্যান্স সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়ে গাপটিল বলেন, ‘২০০১৫ বিশ্বকাপের আস্রটা আমাদের জন্য অসাধারণ ছিল। ভালো খেলেছিলাম আমরা। কিন্তু দুর্ভাগ্যবশত অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাজে খেলেছি। গত বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক ছিলাম। এবারের বিশ্বকাপেও আশা করি উইকেট ব্যাটিং বান্ধব হবে। এই ধরণের বড় আসরে খেলতে হলে আত্মবিশ্বাসটা জরুরি। এতা না থাকলে ভালো খেলা সম্ভব নয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »