শিরোপার লক্ষ্যে রাতে মাঠে নামছে সাকিবের বার্বাডোস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ৭ম আসর জেতার লক্ষ্য নিয়ে ফাইনালে মাঠে নামছে সাকিব আল হাসানের বার্বাডোস ট্রাইডেন্টস। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরু বাংলাদেশ সময় অনুযায়ী রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩টায়।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে সিপিএলের ফাইনালে মুখোমুখি হবে দু’দল।

এর আগেও দুইবার ফাইনালে উঠেছে বার্বাডোস। ২০১৪ সালের ফাইনালে এই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকেই হারিয়ে প্রথমবারের মত সিপিএলের শিরোপা জিতে বার্বাডোস। এর পরের আসরে ফাইনালে উঠলেও ফাইনালে হেরে যায় আসরের সাবেক দল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের কাছে।

ঠিক বিপরীত প্রেক্ষাপট গায়ানার ক্ষেত্রে। ফাইনালে উঠার হিসেবে সিপিএলের সবচেয়ে সফল দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এখন পর্যন্ত মোট পাঁচবার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। কিন্তু প্রতিবারই হারতে হয়েছে ওদের। অর্থাৎ সিপিএলের শিরোপা এখনো অধরা রয়ে গেছে গায়ানার। ২০১৩, ২০১৪, ২০১৬ ও সর্বশেষ ২০১৮ সালেও ফাইনাল খেলেছে গায়ানা। গত আসরের ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরে রানার আপ হয়েছিল গায়ানা।

ফাইনাল খেলার রেকর্ডে গায়ানা এগিয়ে থাকলেও এখনো সিপিএলের শিরোপা জিতে পারে নি তারা। এবার কি তবে সেই অধরা শিরোপা জয় করতে পারবে গায়ানা? না আবারো রানার আপেই সন্তুষ্ট থাকতে হবে সেটা মাঠের ক্রিকেটই বলে দিবে।

অন্যদিকে, প্লে-অফে সুযোগ পাওয়া নিয়েই সংশয় ছিলো বার্বাডোসের। কিন্তু ঘুরে দাঁড়িয়ে এখন আবারো শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা। বাংলাদেশের পোস্টারবয় সাকিবকে আসরের মাঝপথে দলে ভেড়িয়েছে। সাকিবও দিয়েছেন আস্থার প্রতিদান। দারুণ অবদান রাখা সাকিবের থেকে ফাইনালেও ভালো কিছু আশা করবে বার্বাডোস।

উল্লেখ্য, এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ২।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »