শিরোপার লক্ষ্যে প্রতিবেশি রাজ্যে যাবে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল

সানিউজ্জামান সরল »

ভারতের উত্তরাখন্ড ট্রফির লড়াই শুরু হবে চলতি মাসের ১৯ তারিখ থেকে। এবারের আসরেও বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল অংশগ্রহণ করছে। বাংলাদেশের ভারতের পথে উড়াল দেওয়ার কথা রয়েছে ১৬ ডিসেম্বর। এর আগে জানা গেছে, গত আসরে চ্যাম্পিয়ন হওয়া এই দলটা এবারের আসরেও শিরোপা জেতার স্বাদ নিতে চায়।

১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর দিয়ে শেষ হবে এবারের আসর। অর্থাৎ ২৩ ডিসেম্বরই জানা যাবে কে হবে চ্যাম্পিয়ন। এ আসরে অঅংশগ্রহণ করবে ৪ টি দল। যা হুইলচেয়ার ক্রিকেটে সর্বোচ্চ।

এ আসর উপলক্ষে গতকাল (১২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেটের অধিনায়ক মো. মহসিন এবং হুইলচেয়ার ক্রিকেটের পৃষ্ঠপোষক ব্র‍্যাকের হিউম্যান রিসোর্স এন্ড লার্নিং ডিভিশনের পরিচালক মারিয়া হক।

অধিনায়ক মহসিন এ সময় বলেন, ‘দলের প্রস্তুতি যথেষ্ট হয়েছে। আমি সন্তুষ্ট। ভারত ও নেপালের বিপক্ষে যেকোন মূল্যে জিততে চাই। মাঠের খেলায় ভালো পারফরম্যান্স করতে পারলে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আমি আশাবাদী।’

মহসিনের পরেই কথা বলেন হুইলচেয়ার ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হওয়াকে ব্র্যাকের মূলধারার কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করে মারিয়া বলেন, ‘ক্রিকেট অতি জনপ্রিয় একটি খেলা। এর মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস এবং জনগোষ্ঠীর সচেতনতা বাড়ানো সম্ভব।’

উল্লেখ্য, এ আসরে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলকে সার্বিক সহযোগিতা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলঃ

মো. মহসিন (অধিনায়ক), নূর নাহিয়ান (সহ-অধিনায়ক), মো. মিঠু, সাজ্জাদ হোসেন, মো. রিপন উদ্দিন, মো. মহিদুল ইসলাম, মো. রাজন হোসেন, স্বপন দেওয়ান, মো. মোরশেদ আলম, খন্দকার নাফিউর, উজ্জল বৈরাগী, রনি গাইন, রাতুল ইসলাম ও রবিন গাইন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »