শিগ্রই আসছে ক্রিকেট টাইমের ৬ষ্ঠ সংখ্যা

মারুফ ইসলাম ইফতি »

ক্রিকেট পাগলদের বহুল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের প্রথম ক্রিকেট সংশ্লিষ্ট জনপ্রিয় ক্রিকেট ম্যাগাজিন “ক্রিকেট টাইমের” ৬ষ্ঠ সংখ্যা (ফেব্রুয়ারি) পাঠকদের হাতে আসছে খুব শিগ্রই।

“ক্রিকেট টাইম” কয়েক পৃষ্ঠার এই ম্যাগাজিনটি ইতিমধ্যে ক্রিকেট পাগলদের মনে দারুণ ভাবে জায়গা করে নিয়েছে।ক্রিকেটখোরদের মাঝে ইতিমধ্যে এই ম্যাগাজিনটি ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে তাদের অসাধারণ সব ফিচার ও ক্রিকেটের অজানা এক দুনিয়াকে উপস্থাপন করে।

কি নেই এই ক্রিকেট ম্যাগাজিনে? প্রতিটি সংখ্যায় পাঠকদের জানার সকল কৌতূহল মিটিয়ে পাঠকদের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছে দেশের প্রথম ক্রিকেট সংশ্লিষ্ট ম্যাগাজিনটি।আর তাই মাস শেষ হতেই ক্রিকেটখোররা দিন গুনতে থাকেন কবে আসছে পরের সংখ্যা?

ক্রিকেট টাইম ম্যাগাজিনের এক প্রতিনিধি নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে জানিয়েছেন ক্রিকেট টাইমের ফেব্রুয়ারি সংখ্যার কাজ ইতিমধ্যে সফলভাবে সম্পূর্ণ হয়েছে, খুব তাড়াতাড়ি পাঠকদের হাতে পৌঁছে দেওয়া হবে এবারের সংখ্যা।বড় ধরনের চমকপ্রদ তথ্য দিয়ে সাজানো এবারের পর্ব দারুন ভাবে অাকৃষ্ট করবে পাঠকদের এমনটাই ধারনা তার।

এবারের সংখ্যায় কি থাকছে এমন প্রশ্নের জবাবে ক্রিকেট টাইমের ওই প্রতিনিধি বলেন: কি কি থাকবে সেটা চমক হিসেবেই থাক (হাসি)।তবে বিপিএল এবং টেস্ট চ্যাম্পিয়নশীপ নিয়ে দারুণ কিছু পিচার পাচ্ছে পাঠকরা, এর পাশাপাশি পরিসংখ্যান ও রেকর্ড নিয়ে অজানা অনেক তথ্য থাকছেই বরাবরের মতো।আশা করি পাঠকদের প্রত্যাশা পূরন করতে সক্ষম হবো আমরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »