শাস্তি কমাতে আবেদন করবেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে চলছে আলোচনা। সবার সামনে এক এক নতুন ইস্যু আসছে, এখন সাকিবকে জুড়েই আলোচনা হচ্ছে। বাংলার পোস্টার বয় সাকিব আল হাসানের সামনে ঝুলছে আইসিসিস নিষেধাজ্ঞা। দুই বছর আগে সাকিব আল হাসানের সঙ্গে ফোনে কথা বলেন ক্রিকেট জুয়াড়ি। তবে সে বিষয়টি গতকাল সবার সামনে আসে। সে বিষয়টির যন্ত্রণা ভোগ করেছেন সাকিব একাই, কাউকে কিছু জানতে দেননি। তবে তা এবার প্রকাশ্যে সবার সামনে।

আকসু সাকিব আল হাসানের ফোনের কল ট্র্যাক করে, সাথে জুয়াড়ির ফোন কলও ট্র্যাক করে। যেখানে সাকিবের বিষয়টি চলে আসে আকসুর কাছে। তবে আকসুর কাছে স্বীকারোক্তি করেছেন সাকিব দেরিতে। এখন আশা করছেন শাস্তি কমানোর। আইসিসির ধারা ২.২.৪ থেকে ২.২.৬- এ অংশে অভিযুক্ত হয়েছেন সাকিব। যার শাস্তি সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর নিষিদ্ধ হওয়া। তবে যেহেতু আকসুর সঙ্গে তিনি সহায়তা করেছেন এবং অতীতে তার বিরুদ্ধে এমন অভিযোগের রেকর্ড নেই, তাই আবেদন করলে সেটি কমে ছয় মাস করতে পারে আইসিসি।

সাকিবকেই শাস্তি কমানোর আবেদন করতে হবে, বিসিবি নয়। সাকিব আল হাসানের ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, সাকিব এই আবেদন করার জন্য মানসিক এবং আইনি প্রস্তুতিও নিয়ে রেখেছেন। অন্যদিকে, আগামীকাল ভারত সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। এখন সাকিবকে ছাড়াই নতুন করে টিম প্ল্যান তৈরি করতে হচ্ছে রাসেল ডমিঙ্গোকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »