শাস্তি কমতে পারে সাকিবের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

  • ম্যাচ পাতানোর প্রস্তাব আকসুকে গোপন করায় সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। তবে আইসিসির বেঁধে দেওয়া নিয়ম (নিষেধাজ্ঞার সময়ে আইসিসির দুর্নীতি বিভাগে আইন বা কোনো দেশের আইন ভাঙ্গা যাবে না এবং আইসিসি যেভাবে বলে দিবে সেভাবে দুর্নীতিবিরোধী শিক্ষাকার্যক্রম ও পূর্নবাসন প্রক্রিয়ায় সেচ্ছায় ও পরিপূর্ণভাবে অংশ নিতে হবে) মান্য করলে এক বছরের শাস্তি কমে সাকিব ফিরতে পারবে ২০২০ সালের ৩০ই অক্টোবর।

সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা মেনে নিতে পারছেনা দেশের বিভিন্ন অঞ্চলের ক্রিকেট ভক্তরা। ফলশ্রুতিতে বিভিন্ন জায়গায় মানববন্ধনের ডাক দিয়েছে সাধারণ ক্রিকেট ভক্তরা; আইসিসির প্রতি ক্রিকেট ভক্তদের দাবি সাকিবের নিষেধাজ্ঞা যেন কমিয়ে আনা হয়।

দেশজুড়ে ক্রিকেট ভক্তদের প্রশ্ন সাকিবের শাস্তি কমানোর সম্ভাবনা আদৌ কি আছে?

সাকিবের শাস্তি কমানোর যথেষ্ট সম্ভাবনা আছে। তার জন্য সাকিবের যা করনীয়, আইসিসির দুর্নীতি বিধোধী কাজ থেকে সাকিবকে দূরে থাকতে হবে এবং আইসিসির সাথে দুর্নীতি বিরোধী কাজে অংশ গ্রহণ করে আইসিসিকে সন্তুষ্ট করতে হবে। আইসিসি যদি সাকিবের কাজে সন্তুষ্ট হয়, তবে সাকিবের শাস্তি নির্দিষ্ট সময়ের আগে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন উদাহরণ অতীতেও আছে, পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের ক্ষেত্রেই সেটি হয়েছে। ২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফ। তবে শাস্তির মেয়াদ কমায় নির্ধারিত সময়ের ছয় মাস আগেই আমির ঘরোয়া ক্রিকেটে ফিরতে পেরেছিলেন।

সাকিবের ক্ষেত্রে সেরকম আশা করাই যায়। সাকিব নিজের ভুল স্বীকার করেছেন, পাশাপাশি আকসুকে তদন্তের কাজে সহযোগীতা করেছেন। একই ধারাবাহিকতায় যদি আইসিসির বেঁধে দেওয়া দুর্নীতি বিরোধী নিয়ম মেনে চলেন এবং আইসিসির দুর্নীতি বিরোধী কাজে আইসিসিকে সুষ্ঠুভাবে সহযোগিতা করেন তাহলে সাকিবের শাস্তি নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে যেতে পারে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »