শামিম-মৃত্যুঞ্জয়ের বোলিং তোপে ১০৬ রানে অলআউট ভারতের যুবারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ৬ বারের চ্যাম্পিয়ান ভারত ও বাংলাদেশ। সকালের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভারত যুব দলের অধিনায়ক ধ্রুব জুরেল। সুভেট পার্কার ও অর্জুন আজাদ সাবধানী শুরুর চেষ্টা করলেও শুরুতেই উইকেট হারিয়ে বসে ভারত যুবারা। বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানে স্পিনার তানজিম সাকিব। উইকটরক্ষক আকবর আলির হাতে ক্যাচ বানিয়ে ০ রানে ফেরান তাকে। তারপর থেকেই শুরু হয় যুবা টাইগারদের আগুনঝড়া বোলিং। পরের ওভারে বোলিংয়ে এসে তিলাক ভার্মাকে ক্যাচ বানিয়ে ফেরান মৃত্যুঞ্জয় মন্ডল তারপর রানআউটে কাটা পড়েন ওপেনার সুভেট পার্কারও। শুরুতেই ৫.১ বলে ৮ রানে ৩ উইকেট হারিয়ে বাটিং বিপর্যয়ে পড়ে ভারতের যুবারা। বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক ধ্রুব জুরেল ও রায়াত। তাদের জুটি থেকে ৫৫ বলে ৪৫ রান আর রায়াত ২৫ বলে ১৯ রান করে ফিরলে আবারও ব্যাটিংয়ে ধস নামে ভারতের যুবাদের। পরের ৯ রান করতেই ফিরে যান ৪ উইকেট আর অধিনায়ক জুরেল ফিরে গেলে বিপদ যেন আরও বেড়ে যায়। শেষের দিকে সবার আসা যাওয়ার মাঝে ছোট্ট প্রতিরোধ করার চেষ্টা কারন লাল। শেষ ব্যাটসম্যান আকাশ সিং কে সাথে নিয়ে করেন ৩৭ বলে ২২ রান আর তাতে গিয়ে স্কোরটা দাঁড়ায় ১০৬ রানে । টাইগার যুবারদের বোলিং তোপে লন্ডভন্ড ৬ বারের চ্যাম্পিয়ান ভারতের ব্যাটিং লাইনআপ। বাংলাদেশের হয়ে ৬ ওভারে ৮ রান দিয়ে ২ মেইডেনসহ নেন ৩ উইকেট৷ পাশাপাশি মৃত্যুঞ্জয় মন্ডল ৭.৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকের আর ১ টি করে উইকেট নেন তানজিম সাকিব ও শাহিন আলম । ১০৭ রানের টার্গেট নিয়ে এখন ব্যাটিং করবে টাইগার যুবারা দেখা যাক তারা কিভাবে শেষ করে।

স্কোরকার্ডঃ ভারত অনু-১৯: ১০৬ অলআউট (কারন লাল ৩৭, ধ্রুব জুরেল ৩৩, রায়াত ১৯, শামিম ৩/৮,মৃত্যুঞ্জয় ৩/১৮)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »