শান্ত – জাকিরে তৃতীয় দিন পার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক »

প্রথম ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘ এ ‘ দল। মোসাদ্দেক হোসেনের ৬৫ রানে ভর করে মাত্র ১১২ রানে অলআউট হয় মোসাদ্দেক – মিথুনরা।প্রথম ইনিংসে বল হাতেও ব্যর্থতার পরিচয় দেন টাইগার বোলাররা। ১১২ রানের জবাবে খেলতে নেমে ভারতীয় ‘ এ’ দলের দুই ওপেনারের সেঞ্চুরি র ওপর ভর করে রানের পাহাড় গড়ে ভারত। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৪৬৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল তারা।

৩৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ এ দল।উদ্বোধনী জুটি থেকে আসে ৭১ রান৷ অনেক দিন ধরে রান খরায় ভুগতে থাকা মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ২১ রান। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। জয় সাজঘরে ফিরলে ঠান্ডা মাথায় দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দুজনই হাফ সেঞ্চুরি তুলে নেন৷ এই দুজনের ব্যাটে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ।

শেষ দিনের পুরোটা সময় ব্যাট করতে পারলে ম্যাচ ড্র হবে। তবে দ্রত রান তুলে ভারতের সামনে বড় লক্ষ্য দিতে পারলে ম্যাচে অন্যরকম ফলাফলও আসতে পারে৷ তবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে তাতে ড্রয়ের পথেই এগোচ্ছে বাংলাদেশ এ দল।

সংক্ষিপ্ত স্কোর –

বাংলাদেশ এ দল প্রথম ইনিংসে :১১২/১০ ( ৪৫ ওভার) (মোসাদ্দেক ৬৫, শান্ত ১৯, ; সৌরভ ৪/২৩)

ভারত এ দল প্রথম ইনিংসে : ৪৬৫ /৫ ( ১৩২ ওভার) ( জয়সাওয়াল ১৪৫, ঈশ্বরন ১৪২)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে :
১৭২ /১ ( ৬৩ ওভার) ( জাকির ৮১ * শান্ত ৫৬*)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »