শানাকা’র ক্যাপ্টেন্স নকে বড় সংগ্রহ কুমিল্লার

কে এম আবু হুরায়রা »

মাত্র ৮৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়া কুমিল্লা ওয়ারিয়র্সকে ১৭৩ রানের বিশাল সংগ্রহ এনে দিল অধিনায়ক দাসুন শানাকা।

এর আগে বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর দ্বিতীয় ম্যাচে হোম অব ক্রিকেট শেরে বাংলা ক্রিকেট স্টেটিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা। শুরুতে ব্যাটিংয়ে নেমেই ওপেনার ইয়াসির আলী রাব্বিকে হারায় কুমিল্লা। ইনিংসের প্রথম বলেই কিছু বুঝে ওঠার আগেই নাবীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মারকুটে এই ব্যাটসম্যান৷

তবে শুরুর ধাক্কাটা সাময়িক ভাবে সামাল দেন অপর ওপেনার রাজাপাকশা এবং সৌম্য সরকার। দ্বিতীয় উইকেট জুটিতে ৩০ বলে ৪১ রানের কার্যকরী জুটি গড়ে মোস্তাফিজুর রহমানের বলে ফিরে যান সাচ্ছন্দে খেলতে থাকা সৌম্য সরকার (২৬)। সৌম্য সরকার ফিরে গেলে বেশিক্ষণ টিকতে পারেনি রাজাপাকশাও। সঞ্জিত সাহার বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ফিরে যান তিনি।

৪৭ রানেই ৩ উইকেট হারিয়ে আবারও বিপাকে পরে কুমিল্লা। তবে ডেভিড মালান এবং সাব্বির রহমান মিলে ধীরে সুস্থে খেলে দলকে নিরাপদ গন্তব্যের দিকেই নিয়ে যাচ্ছিলেন। তবে দলীয় ৮৫ রানের মাথায় সঞ্জিত সাহার বলে স্টাম্পিংয়ের ফাঁদে পরে ফেরেন মালান (২৫)। পরের ওভারে আবার মোস্তাফিজুর রহমানের বলে সঞ্জিত সাহার হাতে ক্যাচ দিয়ে ফরেন সাব্বির রহমান (১৯)।

পরপর দুই সেট ব্যাটসম্যানের বিদায়ের পর মনে হচ্ছিলো অল্প রানেই গুটিয়ে যেতে যাচ্ছে কুমিল্লা ওয়ারিয়র্স। কিন্তু মাহিদুল ইসলাম অংকন এবং আবু হায়দার রনি আউট হলেও একপ্রান্তে তান্ডব চালিয়ে হাফসেঞ্চুরি তুলে নেন অধিনায়ক দাসুন শানাকা। মাত্র ২৩ বলে অর্ধশত তুলে নেন লংকান এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৩১ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন শানাকা। নির্ধারিত ২০ ওভারে কুমিল্লার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »