শাদাব খানের ঝড়ো ইনিংসে মাঝারি সংগ্রহ ঢাকার

মমিনুল ইসলাম »

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম এলিমিনেটরে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টসে হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বোলারদের বোলিং তান্ডবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা প্লাটুন। ইনিংসের প্রথম ওভারেই রুবেল হোসেন বলে নুরুলকে ক্যাচ দিয়েছিলেন তামিম তবে তা তালুবন্দী করতে ব্যর্থ হয়। তবে জীবন ফিরে পাওয়া ইনিংসটাকে দীর্ঘস্থায়ী করতে পারেননি তামিম ইকবাল। ইনিংসের তৃতীয় ওভারে ১০ বলে মাত্র ৩ রান করে রুবেল হোসেনের বলে বোল্ড আউট হন। এরপর কোন রান না করেই সাজঘরে ফিরে গেছেন আনামুল হক বিজয় ও লুইস রিচ।

মেহেদী হাসান ভালো শুরু আভাস দিলেও তা ধরে রাখতে পারেননি আগের ম্যাচ গুলোর মতো। মেহেদী ও ফিরে গেছেন মাত্র ৭ রান করে। রানের খাতা খুলতে পারেননি জাকের আলিও। একপ্রান্ত আগলে রাখা মুমিনুল হক ১ ছয় ও ৩ চারের সাহায্যে ৩১ বলে ৩১ রান করে ফিরে গেলে আরও বিপাকে পড়ে ঢাকা প্লাটুন। মাত্র ৫২ রানে ৬ উইকেট হারালে ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা জাগে। আসিফ আলিও মাত্র ৫ রান করে সাজঘরে ফিরে যান।

থিসারা পেরেরা ঝড়ো ইনিংস খেলার চেষ্ট করলেও তা বেশি বড় হয়নি। মাত্র ১৩ বলে ২৫ রান করে রুবেল হোসেনের বলে সাজঘরে ফিরেন। শেষ দিকে শাদাব খানের ফিফটিতে মাঝারি সংগ্রহ দাঁড় করায় ঢাকা প্লাটুন। ৪১ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন শাদাব খান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে ঢাকা প্লাটুন।

স্কোরকার্ড:

ঢাকা প্লাটুন :১৪৪/৮ ( ওভার ২০) শাদাব ৬৪ , মুমিনুল ৩১, পেরেরা ২৫, এমরিদ ৩/২৩, নাসুম ২/১১

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »