শাদাব কিংবা রিজওয়ানই পাকিস্তানের পরবর্তী অধিনায়ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাবর আজমের উত্তরসূরী হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়ক হবেন শাদাব খান কিংবা মোহাম্মদ রিজওয়ান এমনটিই বিশ্বাস দেশটির কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদির। বাবরের নেতৃত্বের পর এই দুজনের কেউ হবেন পরবর্তী নেতা, এমনটাই মনে করেন আফ্রিদি।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের অধিনায়কত্ব করছেন রিজওয়ান। লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খান আছেন ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক হিসেবে। দুজনের পারফরম্যান্সই আত্মবিশ্বাস যোগাচ্ছে আফ্রিদিকে।

আফ্রিদি বলেন,”ভবিষ্যতে আমি ভালো কিছুই দেখতে পাচ্ছি। বাবর আজম যদি যেকোনো শুধু সাদা বা লাল বলের ক্রিকেটে নেতৃত্ব রাখতে চায়, তাহলে পরবর্তী অধিনায়ক হবে শাদাব খান বা মোহাম্মদ রিজওয়ান।শাদাব দারুণ অধিনায়ক। রিজওয়ানের কথা যদি বলি সেও দারুণ একজন নেতা। তারা সবসময় সবাইকে অনুপ্রাণিত করে, এটাই প্রমাণ করে যে তারা ভালো অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে তাদের পারফরম্যান্সই তা প্রমাণ করে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »