শাদাব-আসিফের ক্যাচ মিস নিয়ে দিল্লি পুলিশের বিজ্ঞাপন!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তানের সাথে ভারতের কুটনৈতিক সম্পর্কটা যে দা-কুমড়ার, সেটা কারোই অজানা নয়।সুযোগ পেলে খোঁচা দিতে কেউ কাউকে একচুলও ছাড় দেয়না। এবার এশিয়া কাপের ফাইনালে আসিফ আলী ও শাদাব খানের ক্যাচ মিস করার ভিডিও নিয়ে খোঁচা দিয়ে বিজ্ঞাপন বানিয়ে জনসচেতনতার কাজে ব্যবহার করেছে দিল্লি পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি পুলিশ তাঁদের অফিশিয়াল ভ্যারিফাইড টুইটার একাউন্টে, আসিফ-শাদাবের ক্যাচ মিসের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ডে যুক্ত করে বলেছে “ওওও ভাই, একটু দেখেশুনে চলো” একই কথা তারা লিখেছে ভিডিওতেও!

এই ভিডিওর মাধ্যমে জনসচেতনতা বার্তা দিয়ে দিল্লি পুলিশ বুঝিয়েছে রাস্তায় দেখেশুনে চলাচল করতে, অন্যথায় ধাক্কা লেগে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে।

মুলত, শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে, শাদাব খান ও আসিফ আলী একসাথে একই ক্যাচ তালুবন্দি করতে গিয়ে দুজনের মধ্যে ধাক্কা লাগে। যার ফলে চোট পান শাদাব এবং ক্যাচটি রুপান্তরিত হয় ছক্কাতে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে হেরে যাওয়ায়, ভিন্ন উপায়ে উদযাপন করে পুরো পাকিস্তান দলকে খোঁচা দিতেই তাদের এমন বিজ্ঞাপন, সেটা বুঝতে কারোই বাকি নেই।

যদিও দিল্লি পুলিশের দাবী, দুর্ঘটনা এড়াতে রাস্তায় কিভাবে চলা উচিত সেই বিষয়ে দিল্লিবাসীকে সচেতন করতে এই ভিডিও ব্যবহার করেছে তারা৷ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে, এবং এই নিয়ে উভয় দেশের জনগনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »