শরিফুলের হ্যাটট্রিকে দুর্দান্ত ঢাকার দুর্দান্ত শুরু

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগে উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে দুর্দান্ত ঢাকা। পেসার শরিফুল ইসলামের হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৩ রান করে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৫ উইকেট ১৪৭ রান তুলে জয় নিশ্চিত করে ঢাকা।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকা আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লড়াইয়ে আভাস দেয়ার পর শেষ পর্যন্ত ঢাকার দারুণ ব্যাটিংয়ে শেষ ওভারে জয়। আর সব আলো কেড়ে নেন ঢাকার হ্যাটট্রিক ম্যান পেসার শরিফুল ইসলাম।

১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে। দুর্দান্ত ঢাকার শুরুটা দুর্দান্ত করে দেন দুই ওপেনার গুনাথিলাকা ও নাইম শেখ। এই দুই জনের ব্যাটেই ঢাকা পেয়ে যায় জয়ের ভিত। আর ম্যাচ থেকে ছিটকে যায় কুমিল্লা। ব্যাট চালিয়ে রান তুলতে থাকা নাঈম ৩৮ বলে ফিফটি তুলে নেন। উদ্বোধনী জুটি একশ ছাড়ায়।

ফিফটি তুলে নাঈম আউট জন ৫২ রান করে। এরপর গুনাথিলাকা  ৪১ রান করে ফিরে যান। আর ক্রুসপুলে ৫ রানে আউট হলে দ্রুত তিন উইকেটে হারিয়ে চাপে পড়ে যায় ঢাকা। সাইফ হাসান ৭ রান করে আউট হলে ১৩৩ রানে ৪ উইকেটে হারায় ঢাকা। জয়ের জন্য শেষ ওভারে ঢাকার দরকার ছিল ৬ রান। ১৬ বলে ২৪ রান করা ইরফান শুক্কুর আউট হলে কিছুটা উত্তেজনা ছড়ায়। কিন্তু চতুলঙ্গ দি সিলভা ছক্কা মেরে ঢাকার জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে অধিনায়ক লিটন দাস ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুল কায়েস আর তৌহিদ হৃদয় কুমিল্লার ইনিংসটাকে টেনে নিয়ে যান। রানের চাকা সচল রাখেন তারা। ইমরুল এবারে বিপিএলে প্রথম ফিফটি তুলে নেন ৪২ বলে।

ইমরুল-হৃদয়ের জুটি শতরান পেরুলেও কুমিল্লার রান তোলার গতি ছিল কম। দলীয় ১৩০ রানে হৃদয় ৪১ বলে ৪৭ রান করে আউট হলে ভাঙ্গে ৮৭ বলে ১০৭ রানে জুটি। ইমরুল ৫৬ বলে ৬৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ইনিংসের শেষ ওভারে শেষ তিন বলে ঝলক দেখান পেসার শরিফুল। প্রথমে খুসদিল শাহকে আউট করেন তিনি। এর পরের দুই বলে রোস্টন চেজ আর মাহিদুল অঙ্কনকে আউট করে এবারে বিপিএরে প্রথম আর বিপিএল ইতিহাসে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন শরিফুল। ৬ উইকেটে ১৪৩ রানে থামে কুমিল্লা।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »