শত বছর ধরে চেষ্টা করলেও আরেকজন সাকিব পাওয়া অসম্ভব!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতীয় জুয়াড়ি আগারওয়াল সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করেছিলো। নিয়মানুযায়ী কোন ক্রিকেটারের সাথে যদি কোন জুয়াড়ি যোগাযোগ অথবা ম্যাচ পাতানোর প্রস্তাব দেয় তাহলে অতি শীগ্রই আকসুকে এ বিষয়ে জানাতে হবে। আর তা না হলে তথ্য গোপন করার অপরাধে শাস্তি পেতে হবে ক্রিকেটারকে। আর জুয়াড়ির সাথে যোগাযোগের এই বিষয়টি সাকিব নিজেই গোপন করেছেন। যার ফলে ১ বছরের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। সাকিবের এই দুঃসময়ে স্তম্ভিত হয়ে পড়েছে পুরো ক্রিকেট পাড়া।

নিষিদ্ধ সাকিবের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় তারকারাও। এরই ধারাবাহিকতায় এবার ঢাকায় সিনেমার মিষ্টি নায়িকা মৌসুমী গতকাল (৩০ অক্টোবর) একটি ভিডিও বার্তার মাধ্যমে সাকিবকে সমর্থন জানিয়েছেন।

ভিডিও বার্তায় মৌসুমী কিছুটা মনঃক্ষুণ্ন হয়ে বলেন, ‘দেখেন একটা পদ্মা সেতু তৈরি করা যতটা সোজা, একজন সাকিব আল হাসান তৈরি করা ঠিক ততটাই অসম্ভব। হাজার বছরের অপেক্ষাতেও আমরা এমন একজন ক্রিকেটার পাবো না। আমাদের মাঝে সেই সাকিবকে পেয়েছি। সাকিব আল হাসান আমাদের অহংকার, আমাদের দেশরত্ন। সেই সাকিব ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে, আর একজন ভক্ত হিসেবে আমি এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই এই প্রতিবাদ জানাচ্ছি।’

সকল প্রতিকূলতাকে হটিয়ে সাকিব ফিরে আসুক আরো শক্তিশালী হয়ে। সাকিবকে ফিরে আসার আহ্বান জানিয়ে মৌসুমি বলেন, ‘সাকিব আল হাসান ফিরে আসো আমাদের মাঝে। আমি তোমার সাথে আছি আর থাকবোও। প্রধানমন্ত্রী তোমার সাথে রয়েছে। পুরো দেশবাসী তোমার সাথে রয়েছে। আর তাই সবকিছু বিবেচনা করা হোক এবং আমাদের মাঝে আমাদের সাকিবকে খুব শিগগিরই ফেরত দেয়া হোক।’

‘আমাদের ক্রিকেটকে যারা আরো উপরে দেখতে চান, তারা সবাই সাকিব আল হাসানের পাশে থাকুন। এই ষড়যন্ত্রকে অবশ্যই মেনে নেবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ’ যোগ করেন মৌসুমী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »