নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলছে পাকিস্তান-অস্টেলিয়ার মধ্যকার গোলাপি বলের টেস্ট ম্যাচ। চলতি এই টেস্টে পাক ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে শতক করে রেকর্ড গড়লেন লেগ স্পিনার ইয়াসির শাহ।ব্যাটসম্যানদের লজ্জার দিনে এক বোলারই যেনো ব্যাটসম্যান হয়ে দাঁড়ালেন।
দলীয় ৩৮ রানেই নেই তিন টপ অর্ডার ব্যাটসম্যান। তাদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ব্যাটসম্যানদের এমন লজ্জাকে ডাকতেই যেনো ব্যাট হাতে জ্বলে উঠলেন বোলার ইয়াসির। বোলার হয়েও ব্যাটসম্যানের ভূমিকায় নামা ইয়াসির ১৯২ বল খেলে ১২ বাউন্ডারিতে দুর্দান্ত এক শতক পূর্ণ করেছেন।
এ যেনো এক পরিপূর্ণ টেস্ট ব্যাটসম্যান। গতদিন গুলোতে ইয়াসিরকে বল হাতে মাঠ মাতাতে দেখলেও আজই এমন ভয়ঙ্কর এক টেস্ট ব্যাটসম্যান ইয়াসিরকে দেখলো ক্রিকেট বিশ্ব। টেস্ট ম্যাচে এর আগে ইয়াসিরের সর্বোচ্চ ছিলো মোটে ৪২। অর্থাৎ অর্ধশতকের আনন্দে আনন্দিত হওয়ার আগেই শতকের আনন্দে আনন্দিত হলেন ইয়াসির। যা একটি অনন্য রেকর্ডও বটে।
এর আগে ৩ রানের আক্ষেপে শতক বঞ্চিত হয়েছেন এই মূহুর্তে পাকিস্তান দলের সেরা ব্যাটসম্যান বাবর আজম। একে একে উইকেট হারানোর পর বাবরই ছিলেন পাকিস্তানের শেষ ভরসা। তবে নার্ভাস নাইন্টিতে এসেই বাবরের বিদায়। আর তারপরের গল্পটা শুধু ইয়াসিরেরই।