নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ শেষ হয়ে গেলেও বিশেষজ্ঞরা এখনো এর চুলচেরা বিশ্লেষণ থামাননি। আর গ্রেট ক্রিকেটাররা বিশ্বকাপ শেষে বসে যান তাদের সেরা একাদশ তৈরি করতে। আর সে তালিকায় অনেকেই শামিল হন তাহলে বাদ যাবেন কেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।
হ্যাঁ এবারের বিশ্বকাপে শচীন টেন্ডুলকারও তার পছন্দের বিশ্বকাপ একাদশ। তবে শচীন টেন্ডুলকার এই বিশ্বকাপ সেরা একাদশ দিয়ে শচীন টেন্ডুলকার টুইটারে হাস্যরসে পরিণত করেছেন নিজেকে।
আর হবে নাই বা কেন শচীন টেন্ডুলকারের এই একাদশ দেখে বোঝার উপায় নেই এটা বিশ্বকাপ সেরা একাদশ নাকি ভারতীয় একাদশ। কারণ এই একাদশে রয়েছেন পাঁচজন ভারতীয়। বিশেষত তার একাদশে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা যে জায়গা পাবেন তা জানা ছিলো, বুমরাহ জায়গা পেয়েছেন সেটিও মানা যায় কারণ উইকেট সংগ্রহের তালিকায় সেরা পাঁচে ছিলেন।
তবে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডেকে রাখার কারণে সমালোচনা বেশি হয়েছে। টুইটারে অনেক ভারতীয় সমর্থকরাও হাস্যরসে অংশ নিয়েছেন।
শচীন টেন্ডুলকারের বিশ্বকাপ সেরা একাদশ: রোহিত শর্মা, জনি বেরিস্টো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিরাট কোহলি, সাকিব আল হাসান, বেন স্টোকস, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, জোফরা আর্চার, জসপ্রিত বুমরাহ।