নিউজ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে ‘কিংবদন্তি’ শব্দটা মুখে আসলে সবার আগে এ নাম গুলো আসবে তার মধ্যে একটি ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে বিদায় নেন এই কিংবদন্তি। ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১২৬ রানে পরাজিত করে শচীনের বিদায়ী ম্যাচকে স্বরণীয় করে রাখে সতীর্থরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে সেদিন কানায় কানায় পূর্ণ ছিলো। শুধু ভক্তদের চোখের পানি নয়, অশ্রুশিক্ত ছিলো প্রতিপক্ষের গেইল-কার্ক এডওয়ার্ডসদেরও। সেই মুহূর্তের স্মৃতিচারণ করেন কার্ক এডওয়ার্ডস। দলের বিশাল পরাজয়ের চেয়েও শচীনের বিদায়টাই বেদনার ছিলো কার্কদের জন্য।
সম্প্রতি ক্রিকট্রেকারের সাথে ইন্সটাগ্রাম লাইভ আড্ডায় ক্যারিবিয়ান তারকা বলেন, ‘শচীনের সেটা ২০০ তম ম্যাচ ছিলো। আমিও অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম তাঁর বিদায়ী ম্যাচে’।
তিনি আরো বলেন, ‘শচীন শেষবার যখন মাঠ ছাড়ে আমি গেইলের পাশেই ছিলাম। আমরা দুইজনই কান্না করে দিবো এমন একটা অবস্থায় ছিলাম। চেষ্টা করেছিলাম যাতে চোখের পানি না পড়ে। খুবই আবেগপ্রবণ মূহুর্ত ছিলো সেটি। তখন শুধু এটাই মনে হচ্ছিলো যে আর কখনো এই কিংবদন্তিকে মাঠে খেলতে দেখা যাবে না।’
নিজের ক্যারিয়ারের ২০০ তম ও শেষ ম্যাচে নামা শচীন নার্সিং ডিওনারাইনের বলে ড্যারেন স্যামিকে ক্যাচ দিয়ে ফেরার পথে খেলেন ১১৮ বলে ৭৪ রানের ইনিংস। তাঁর ২০০ টেস্টের বিশাল ক্যারিয়ারে ৩২৯ ইনিংসে ৫৩ এর বেশি গড়ে ৬৮ অর্ধশতক ও ৫১ টি শতকে ১৫৯২১ রান করেছেন।
নিউজক্রিকেট/এইচএএম