শঙ্কায় প্রথম নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

নিউজ ডেস্ক »

করোনা প্রভাব বেড়েই চলেছে। সারাবিশ্বে সংক্রমণ এখনো কমছেনা। এর মধ্যে শঙ্কায় আগামী বছরে বাংলাদেশে হতে যাওয়া প্রথম নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আগামী ফেব্রুয়ারী-মার্চে প্রথম বারের মত এই টুর্নামেন্টটি আয়োজনের সূচী রয়েছে।

কিন্তু করোনার কারণে এই টুর্নামেন্টটি নাও মাঠে গড়াতে পারে। এই বিশ্বকাপ নিয়ে দোলাচালে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি থেকেও কোনো দিকনির্দেশনা এখনো দেয়া হয়নি।

বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে বিসিবির নারী উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী খুব বেশি আশাবাদী হতে পারছেন না এই টুর্নামেন্ট নিয়ে। তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপটি নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের আইসিসি কোনো নির্দেশনা এখনো দেয়নি এই টুর্নামেন্ট নিয়ে। ফলে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছিনা। তবে আশা করছি ভাইরাস খুব তাড়াতাড়ি চলে যাবে আর টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো।’

তবে এই বিশ্বকাপকে ঘিরে নারী দল প্রস্তুত হচ্ছে বলে জানান তিনি। ৩০ জনের একটি স্কোয়াড প্রস্তুত করা হচ্ছে নারী দলের। তিনি আরও বলেন, ‘আমাদের ৩০ জনের একটি দল প্রস্তুত। তাদের অনেকেই বয়সভিত্তিক দল থেকে এসেছে৷ তাদের নিয়ে আমাদের গেম ডেভেলপমেন্ট কোচেরা কাজ করবে।’

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »